সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারাটা দিন ধরে ঝড়-জল-বৃষ্টি চলছেই। মানুষ নিজের ব্যবস্থা করে নিয়েছে। কিন্তু পিচ কিংবা মাটির রাস্তার যে কুকুরগুলির বাস, তাদের কী হবে? মাথার উপরে একটু ছাদ তো দূরের কথা, বৃষ্টির এই দিনে আধ খাওয়া বিস্কুট কিংবা খাবার, কিছুই জুটবে না। অসহায় সেই চারপেয়েদের পাশে দাঁড়ালেন অভিনেত্রা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। বৃষ্টি মাথায় নিয়েই সারা শহর ঘুরে ঘুরে পথকুকুরদের খাবার দিয়েছেন তিনি। সেই ভিডিও শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে। ক্যাপশনে লিখেছেন, “এখন নয় তো কখন?”
View this post on InstagramAdvertisement
রিয়ালিটি শোয়ের মাধ্যমে গ্ল্যামার দুনিয়ায় নজর কেড়েছিলেন সায়ন্তিকা। ২০০৯ সালে স্বপন সাহা পরিচালিত ‘ঘর সংসার’ ছবির মাধ্যমে টলিউড সফর শুরু করেন। একুশের বিধানসভা নির্বাচনে তিনি শাসকদল তৃণমূলের হয়ে বাঁকুড়া (Bankura) কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান। প্রচারের সুবিধার্থে বাঁকুড়ায় একটি বাড়ি ভাড়া নিয়ে অস্থায়ীভাবে বসবাসও শুরু করেন। চেষ্টার কসুর ছিল না কোনও। কিন্তু ভোটযুদ্ধে বিজেপি প্রার্থীর কাছে হার মানতে হয় সায়ন্তিকাকে। কিন্তু তারপরও বাঁকুড়ার মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। করোনার দ্বিতীয় ঢেউয়ের (Corona Second Wave) কঠিন সময়ে মাস্ক, স্যানিটাইজার ও খাবার নিয়ে পৌঁছে গিয়েছিলেন সেখানে। পরে সায়ন্তিকার বাড়িতেও কোভিডের (COVID-19) কোপ পড়ে। ১৩ মে অভিনেত্রী জানান তাঁর বাবা করোনায় আক্রান্ত। তবে তাঁর শরীরে কোনও অসুবিধা নেই বলেও জানান সায়ন্তিকা।
Hi Everyone!! Unfortunately my father has tested Covid+..But he is absolutely Fit n Fine and recovering. He is following guidelines and is under isolation. My mother and I are absolutely fine. Please do take care of yourselves..
— Sayantika Banerjee (@sayantika12)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.