Advertisement
Advertisement
Samay Raina

রসিকতার নামে দিব্যাঙ্গদের অপমান! সময় রায়নাকে ক্ষমা চাওয়ার নির্দেশ শীর্ষ আদালতের

সময় রায়না-সহ আরও চার ইনফ্লুয়েন্সারকে তিরস্কার শীর্ষ আদালতের।

SC asks Samay Raina to apologise for mocking disabled persons
Published by: Arani Bhattacharya
  • Posted:August 25, 2025 2:06 pm
  • Updated:August 25, 2025 2:37 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ট্যান্ড আপ কমেডির নামে অপমানজনক মন্তব্য। এবার এই নিয়ে সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সময় রায়না-সহ আরও বেশ কিছু ইনফ্লুয়েন্সারকে সরাসরি ক্ষমা চাওয়ার নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। শুধু তাই নয় আদালতের সাফ নির্দেশ, “ক্ষমা চান, এবং তা দর্শকদের দেখান। ক্ষমা চেয়ে সেই ভিডিও নিজের চ্যানেলে দেখান যাতে মানুষের কাছে তা পৌঁছায়।” 

Advertisement

সোমবার সুপ্রিম কোর্টের তরফে নির্দেশে জানানো হয়, সোশাল মিডিয়া একটি অত্যন্ত স্পর্শকাতর মাধ্যম। কমেডির নামে কোনও সম্প্রদায় বা বিশেষভাবে সক্ষম কাউকে মজার ছলে আক্রমণ করা যায় না। এটি অত্যন্ত কুরুচিকর। তাই এমনটা বন্ধ হওয়া দরকার। এবং এমন বিষয় নিয়ে যেসব চ্যানেলে ইনফ্লুয়েন্সাররা মস্করা করেছেন তাঁদের ক্ষমা চাইতে হবে এবং তা চাইতে হবে তাঁদের সংশ্লিষ্ট চ্যানেলেই।

উল্লেখ্য, গত মে মাসের শুনানিতে বিচারপতি সূর্যকান্ত ও জয়মাল্য বাগচি সময় রায়না-সহ আরও চার সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের বক্তব্য রেখেছিলেন তা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। শুধু তাই নয় দেশের শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছিল যে, প্রতিটি মানুষের বাক স্বাধীনতা রয়েছে। কিতু কেউ যদি এমন ঘটনা প্রতিনিয়ত চালিয়ে যায় তাহলে তাঁদের বা-স্বাধীনতায় হস্তক্ষেপ করা প্রয়োজন। উল্লেখ্য, সময় রায়না-সহ এই তালিকায় রয়েছেন বিপুল গোয়েল, বলরাজ পরমজিৎ সিং ঘাই, সোনালি ঠাক্কর ও নিশান্ত জগদীশ তানওয়ার প্রমুখ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ