Advertisement
Advertisement
Seema Biswas-Raktabbej 2

‘রক্তবীজ ২ আমার কাছে একটা আবেগ’, পুজোর ছবি নিয়ে অকপট জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী সীমা বিশ্বাস

৩২ বছর পর পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে ফের কাজ করেছেন পর্দার ‘ব্যান্ডিট ক্যুইন’ সীমা বিশ্বাস।

Seema Biswas Opens Up On Raktabeej 2

ফাইল ছবি

Published by: Arani Bhattacharya
  • Posted:September 20, 2025 7:46 pm
  • Updated:September 20, 2025 7:47 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর মরশুমে জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী সীমা বিশ্বাসের দু-দু’টি ছবি মুক্তি। একদিকে মুক্তি পেয়েছে তাঁর হিন্দি ছবি ‘জলি এলএলবি ৩’। অন্যদিকে ২৬ সেপ্টেম্বর মুক্তি পাবে তাঁর নতুন বাংলা ছবি ‘রক্তবীজ ২’। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখো[পাধ্যায়ের পরিচালনায় এই ছবিতে বিশেষ এক চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। বলিউড ও টলিউডে দুই ছবি মুক্তি প্রসঙ্গে সর্বভারতীয় সংবাদমাধ্যমে মুখ খুললেন স্বনামধন্য অভিনেত্রী।

Advertisement

অভিনেত্রী বলেছেন, “মুম্বই এবং কলকাতা দুই জায়গায়, দুই ইন্ডাস্ট্রিতে কাজ করার অভিজ্ঞতাই আমার দারুণ। মুম্বই আমাকে ৩০০ কলাকুশলীর একটা পরিবার দিয়েছে। অন্যদিকে টলিউড আমাকে মুগ্ধ করেছে শৃঙ্খলা, স্বচ্ছ্বতা ও কাজের গতি দিয়ে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি ‘রক্তবীজ ২’ আমার কাছে ভীষণভাবে স্পেশাল। এই ছবি আমার কাছে খুবই আবেগের। এই ছবির হাত ধরে এক শক্তিশালী বার্তা দেওয়া হয়েছে। আমি আমার অভিনীত ছবি দেখা থেকে বেশিরভাগ সময়ই দূরে থাকি। কিন্তু ‘রক্তবীজ ২’ ছবির ট্রেলার দেখার পর থেকে আমি এই ছবিটি দেখার জন্যও উন্মুখ হয়ে রয়েছি।”

উল্লেখ্য, ৩২ বছর পর পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে ফের কাজ করেছেন পর্দার ‘ব্যান্ডিট ক্যুইন’ সীমা বিশ্বাস। এর আগে তাঁরা অভিনয় করেছিলেন ‘লজ্জা’ ছবিতে মা ও ছেলের ভূমিকায়। চলতি বছরের মার্চ মাসেই কলকাতায় পা রেখেছিলেন অভিনেত্রী, শিবপ্রসাদের পরিচালনায় নতুন ছবিতে কাজ শুরুর জন্য। এরপর থেকেই নানা জল্পনা ও আগ্রহ জেগেছিল অনুরাগীদের মনে। ঠিক কোন নতুন চমক আসতে চলেছে সেই প্রশ্ন উঁকি দিয়েছে অনেকের মনেই। ছবির টিজার প্রকাশ্যে আসতেই সীমা বিশ্বাসের চরিত্রের সাজপোশাক দেখে অনুমান করা হয়েছিল যে, তাঁকে এই ছবিতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে। তাঁর অভিব্যক্তি, পরনের ঢাকাই জামদানি শাড়ি ও মাথায় ঢাকা দেওয়ার ধরন কিছুটা যেন সেরকমই লাগছে। সেইসব প্রশ্নের উত্তর মিলবে আগামী ২৬ সেপ্টেম্বর বড়পর্দায় ‘রক্তবীজ ২’ মুক্তির পর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ