সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার সকালেই প্রকাশ্যে এসেছে এই পুজোর ছবি ‘রক্তবীজ ২’-এর প্রচার ঝলক। এবং তা সামনে আসার সঙ্গে সঙ্গেই একগুচ্ছ চমক অনুরাগীদের উপহার দিয়েছেন পরিচালকদ্বয় শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। এই অ্যানাউন্সমেন্ট টিজারে রীতিমতো নজর কেড়েছেন স্বনামধন্য অভিনেত্রী সীমা বিশ্বাস। তাঁকে দেখার পরই রীতিমতো হইচই। বোঝাই যাচ্ছে ছবিতে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে।
সীমা বিশ্বাসের চরিত্রের সাজপোশাক দেখে অনুমান করা যাচ্ছে তাঁকে হয়তো এই ছবিতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে। তাঁর অভিব্যক্তি, পরনের ঢাকাই জামদানি শাড়ি ও মাথায় ঢাকা দেওয়ার ধরনে কিছুটা যেন সেরকমই লাগছে। আর সেখান থেকেই অনুরাগীদের মনে নানা প্রশ্ন জাগছে যে, তাহলে কি বঙ্গবন্ধুকন্যার চরিত্রেই দেখা যাবে তাঁকে? যদিও এই নিয়ে কোনও তথ্য এখনও সামনে আসেনি। উল্লেখ্য, ৩২ বছর পর পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে ফের কাজ করেছেন পর্দার ‘ব্যান্ডিট ক্যুইন’ সীমা বিশ্বাস। এর আগে তাঁরা অভিনয় করেছিলেন ‘লজ্জা’ ছবিতে মা ও ছেলের ভূমিকায়। চলতি বছরের মার্চ মাসেই কলকাতায় পা রেখেছিলেন অভিনেত্রী, শিবপ্রসাদের পরিচালনায় নতুন ছবিতে কাজ শুরুর জন্য। এরপর থেকেই নানা জল্পনা ও আগ্রহ জেগেছিল অনুরাগীদের মনে। ঠিক কোন নতুন চমক আসতে চলেছে সেই প্রশ্ন উঁকি দিয়েছে অনেকের মনে। এবার হয়তো সেই প্রশ্নের উত্তর খানিক মিলল।
‘রক্তবীজ ২’-এর অ্যানাউন্সমেন্ট টিজারে রয়েছে একাধিক চমক। টিজারের শুরুতেই বোঝা যাচ্ছে মুনির আলমের জন্য চলছে চিরুনি তল্লাশি। অন্যদিকে এক গমগমে কণ্ঠস্বর যেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছে, “মুনিরকে মারতে পারবি না। তোরা এক মুনিরকে মারছিস। আরও হাজার মুনির আসবে।” সঙ্গে টানটান টিজারের পরতে পরতে রয়েছে অ্যাডভেঞ্চার। দুঁদে পুলিশ অফিসার পঙ্কজ সিংহ চরিত্রে আবির চট্টোপাধ্যায় খোঁজ চালাচ্ছেন মুনির আলমের। এখান থেকে আন্দাজ করা যাচ্ছে কিছুটা যে, এবার হয়তো মুনির আলমকে ঘিরেই আবর্তিত হতে পারে ছবির গল্প। অফিসার পঙ্কজ সিংহের সঙ্গে মুনিরকে খুঁজতে ময়দানে নেমেছেন এসপি সংযুক্তাও। অন্যদিকে কয়েক ঝলক দেখা যাচ্ছে নুসরত জাহান ও কৌশানী মুখোপাধ্যায়কেও। তবে থাইল্যান্ডের সমুদ্রতটে নীল বিকিনিতে নজর কেড়েছেন ছবির ‘সংযুক্তা’ মিমি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.