Advertisement
Advertisement
Zubeen garg Death Case

জুবিন গর্গ মৃত্যুকাণ্ডে প্রথম গ্রেপ্তার, ড্রামার শেখরজ্যোতিকে হাতকড়া পরাল SIT

সিঙ্গাপুরে জুবিন গর্গ মৃত্যুকাণ্ডে প্রথম গ্রেপ্তার।

Sekharjyoti Goswami arrested from Assam in Zubeen garg death case
Published by: Sandipta Bhanja
  • Posted:September 25, 2025 5:52 pm
  • Updated:September 25, 2025 5:52 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জুবিন গর্গের মৃত্যুতে ‘সিট’ গঠন অসম সরকারের। সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে গত শুক্রবারই সাঁতার কাটার সময়ে রহস্যজনকভাবে মৃত্যু হয় তাঁর। বিদেশের মাটিতে ভূমিপুত্রের এহেন আকস্মিক প্রয়াণে অনেকেই ষড়যন্ত্রের আঁচ পেয়েছেন! তার ভিত্তিতেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সম্প্রতি তদন্তের জন্য সিট গঠনের নির্দেশ দেন। মঙ্গলে গায়কের শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর এবার চব্বিশ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার জুবিনের টিমের ড্রামার শেখরজ্যোতি গোস্বামী।

Advertisement

জানা গিয়েছে, বছরখানেকর ধরেই জুবিনের সঙ্গে কাজ করছেন শেখরজ্যোতি। অভিযোগ, তাঁর আমন্ত্রণেই জলে নেমেছিলেন জুবিন। কিন্তু সাঁতরে আর পারে ফেরা হয়নি তাঁর। জলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন গায়ক। বৃহস্পতিবার গুয়াহাটির গরিগাঁওয়ের বাড়ি থেকে জুবিনের টিমের ড্রামারকে গ্রেপ্তার করে অসম সরকার গঠিত SIT। পাশাপাশি এদিন নর্থ-ইস্ট ফেস্টিভ্যালের উদ্যোক্তা শ্যামকানু মোহন্ত এবং জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বাড়িতেও তল্লাশি অভিযান চালান সিট আধিকারিকরা। সূত্রের খবর, খুব শিগগিরি শেখরজ্যোতি গোস্বামীর মতো তাঁদের হাতেও হাতকড়া উঠতে পারে। মোহন্ত ছাড়াও, সিঙ্গাপুর-আসাম অ্যাসোসিয়েশনের বেশ কয়েকজন সদস্যকেও সিআইডি হেফাজতে নেওয়ার সম্ভাবনা রয়েছে, বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, সিঙ্গাপুরের নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে ২০ এবং ২১ সেপ্টেম্বর পারফর্ম করার কথা ছিল জুবিনের। কিন্তু তার আগে ১৯ তারিখই তিনি সুরের সফর ছেড়ে চিরতরে বিদায় নিলেন। শোনা যাচ্ছে, জুবিনের মৃগী রোগের সমস্যা ছিল। জলের তলদেশে স্কুবা ডাইভিং করতে নেমে তা উসকে ওঠায় প্রাণ হারান তিনি। তবে আসল কারণ জানতে তদন্ত চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ