Advertisement
Advertisement
Bigg Boss

দূষণ-কাঁটায় বিদ্ধ ‘বিগ বস কন্নড় সিজন ১২’! স্টুডিওয় ঝুলল তালা, বন্ধ শুটিং

রঙিন আলোয় ঝলমল করতে থাকা বিগ বসের ঘরটি আপাতত অন্ধকারে মোড়া।

Set of Bigg Boss Kannada 12 sealed over environmental violations
Published by: Biswadip Dey
  • Posted:October 7, 2025 10:00 pm
  • Updated:October 7, 2025 10:00 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইনি জটিলতায় পড়ল ‘বিগ বস কন্নড় সিজন ১২’। দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের অনুমতি না পাওয়ায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। ইতিমধ্যেই রামনগর জেলা প্রশাসনের কর্মকর্তারা জলিউড স্টুডিওতে তালা ঝুলিয়ে দিয়েছেন। বিগ বসের ঘরে থাকা সমস্ত প্রতিযোগীকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে আলোচনা চালাচ্ছেন আয়োজকরা।

Advertisement

প্রসঙ্গত, কর্নাটকে প্রবল জনপ্রিয় এই গেম শো। এবার শুরু হয়েছিল দ্বাদশতম সিজন। যাকে ঘিরে শুরু হয়েছিল চর্চা। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন কিচ্চা সুদীপ। স্টুডিও পরিদর্শন করে বর্জ্য নিষ্কাশন ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন পরিদর্শকরা। আর তারপরই এই সিদ্ধান্ত নেন তাঁরা।

সম্প্রতি জলিউড স্টুডিওর বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন পরিবেশবিদরা। দাবি তুলতে থাকেন ওই রিয়েলিটি শোয়ের শুটিং অবিলম্বে বন্ধ করে দেওয়া হোক। দাবি ওঠে, বর্জ্য জল ওই সম্পত্তি থেকে বেরিয়ে এসে আশপাশে অন্যান্য জমিতে ছড়িয়ে পড়ছে। যা নিয়ে সমালোচনা তুঙ্গে উঠেছে। অবশেষে সেই স্টুডিও বন্ধ করে দিও।

জানা যাচ্ছে, কাকরোজ সুধি, মাল্লাম্মা, অশ্বিনী গৌড়া, মালু নিপানাল, ঝিল্লি নাটা, কাব্য শৈব, অশ্বিনী, মঞ্জু ভাসিনী, অভিষেক, সতীশ, চন্দ্রপ্রভা, রক্ষিতা শেঠি, রাশিকা, ধ্রুবন্ত প্রমুখ ছিলেন বিগ বসের প্রতিযোগী। তাঁদের সবাইকে বাড়িটি থেকে বের করে দেওয়া হয়েছে। সমস্ত প্রতিযোগীকে রামনগর তালুকের ইগলটন রিসর্টে স্থানান্তরিত করা হয়েছে। ওই রিসর্টে ১২টি রুম বুক করা হয়েছে তাঁদের জন্য। পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত সকলকে সেখানেই রাখা হবে বলে জানা যাচ্ছে। আদালতের নির্দেশেই এবার বিগ বসের ভবিষ্যৎ নির্ধারিত হবে। কয়েক ঘণ্টা আগেও রঙিন আলোয় ঝলমল করতে থাকা ঘরটি আপাতত অন্ধকারে মোড়া।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ