সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানসিক অবসাদ। সাম্প্রতিক সময়ের অন্যতম চর্চিত দু’টো শব্দ। বিশেষ করে সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর পর থেকে। টুইটারে মানসিক অবসাদ নিয়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। এবার নিজের মানসিক অবসাদ নিয়ে মুখ খুললেন জনপ্রিয় পপ তারকা হানি সিং (Yo Yo Honey Singh)।
ভাংড়া গানের সুরকার হিসেবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন হানি সিং। ধীরে ধীরে বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করেন ‘ককটেল’, ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো সিনেমায় গান গেয়ে। বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া গায়কদের তালিকায় নিজের নাম নথিভুক্ত করান। খ্যাতির শিখরে থাকাকালীনই মানসিক অবসাদের শিকার হয়েছিলেন হানি। এক সাক্ষাৎকারে জানালেন সে কথা। হানি জানান, আচমকা তাঁর মনে হয়েছিল চারপাশের সমস্ত কিছু মিথ্যে। কোনও কিছুরই অর্থ নেই। এর প্রভাব তাঁর পারফরম্যান্সে পড়ছিল। রাতে ঘুমোতেও পারতেন না। এই সময় হানির ত্রাতা হয়েছিলেন শাহরুখ খান (Shahrukh Khan) এবং দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)।
রোহিত শেট্টি পরিচালিত ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার ‘লুঙ্গি ডান্স’ গানের সময় দু’জনের সঙ্গে হানির পরিচয় হয়েছিল। তখন মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন হানি। সে কথা জানতে পেরে জনপ্রিয় ব়্যাপারের পাশে দাঁড়ান শাহরুখ। তাঁকে নাকি প্রচুর বুঝিয়েছিলেন কিং খান। পাশে সবসময় থাকার আশ্বাস দিয়েছিলেন। দীপিকা নিজেও এই সমস্যার মধ্যে দিয়ে গিয়েছিলেন এককালে। তাই তিনি হানির মানসিক অবস্থা বুঝতে পেরেছিলেন। নিজের চিকিৎসকের ফোন নম্বর হানিকে দিয়েছিলেন। দিল্লিতে গিয়ে ডাক্তারের সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দিয়েছিলেন।
মানসিক অবসাদ ছাড়াও মাদকের নেশায় আসক্ত হয়ে পড়েছিলেন হানি। চণ্ডীগড়ের রিহ্যাবে বেশ কিছুদিন কাটিয়েছেন। এখন পুরোপুরি সুস্থ পাঞ্জাবি ব়্যাপার। ফের গান তৈরির কাজে মন দিয়েছে। পাশাপাশি নিয়মিত করেন শরীরচর্চাও।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.