Advertisement
Advertisement
SRK Salman

‘রক্তের সম্পর্ক’ শাহরুখ-সলমনের! ভাইজানকে সাক্ষী রেখে বাদশা বললেন, ‘বলিউডে বহিরাগত নই’

সলমনের সঙ্গে 'পারিবারিক সম্পর্ক' ফাঁস করলেন শাহরুখ!

Shah Rukh Khan adorably calls Salman Khan's family his own
Published by: Sandipta Bhanja
  • Posted:October 18, 2025 11:02 am
  • Updated:October 18, 2025 11:02 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিল লাইফে যেমন করণ-অর্জুনের ‘ভাইচারা’ সুপারহিট। তেমনই রিয়েল লাইফেও সলমন-শাহরুখের বন্ধুত্ব অটুট। একে অপরের সিনেমায় ক্যামিও করা থেকে বিপদে আপদে পাশে থাকা, সবসময়ে শাহরুখ-সলমন বন্ধুত্বের প্রকৃত সংজ্ঞা তৈরি করেছেন। এবার সলমন খানের সঙ্গে ‘পারিবারিক সম্পর্ক’ ফাঁস করলেন শাহরুখ খান!

Advertisement

এক মেগাবাজেট তারকাখচিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য সম্প্রতি সৌদি আরবের রিয়াধে পাড়ি দিয়েছিলেন বলিউডের খান সাম্রাজ্য। তিন খানকে সঙ্গে পাওয়া নিঃসন্দেহে যে কোনও অনুষ্ঠানের বড়চমক! সেখানেই বাদশার স্ট্রাগল পর্বের প্রশংসা করেন সলমন খান। আমিরকে পাশে রেখে ভাইজানকে বলতে শোনা যায়, “আমির আর আমার না হয় ফিল্মি পরিবারে বেড়ে ওঠা, কিন্তু এই ছেলেটি, আমাদের শাহরুখ, কিন্তু দিল্লি থেকে এসে বলিউডে নিজের জমি পোক্ত করেছে…।” তৎক্ষণাৎ সলমনের মুখের কথা কেড়ে নিয়ে শাহরুখ রসিকতা করে বলেন, “তোমাকে থামানোর জন্য দুঃখিত! তবে আমি বলিউডে বহিরাগত নই। আমারও কিন্তু ফিল্মি ব্যাকগ্রাউন্ড রয়েছে। কারণ সলমনের পরিবার তো আমারও পরিবার।” কিং খানের মুখে এহেন কথা শুনে প্রশংসা না করে থাকতে পারলেন না আমির খানও। পাশ থেকে মিস্টার পারফেকশনিস্ট বলে ওঠেন, “এবার তো আপনারা সকলেই জানেন, কেন শাহরুখ এত বড় তারকা?” দর্শকাসনে তখন করতালি আর হাসির রোল। সেই ক্যামেরাবন্দি মুহূর্তই আপাতত নেটপাড়ায় ভাইরাল।

অভিনেতা শাহরুখের পাশাপাশি ‘মানুষ শাহরুখ’ বরাবরই সহকর্মী থেকে অনুরাগীমহলের মন কেড়েছেন। তাঁর জীবনদর্শন বারবার মুগ্ধ করেছে অগণিত ভক্তকে। নিজের ব্যক্তিত্বে মুহূর্তের মধ্যে কাউকে আপন করে নিতে বাদশার জুড়ি মেলা ভার! সলমন হোক বা আমির, সকলের সঙ্গেই শাহরুখের বন্ধুত্ব দারুণ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ