সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার আইনি জটে ‘বাদশা’ শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে রাজস্থানের ভরতপুরে। ওই এফআইআরে নাম রয়েছে একটি গাড়ি প্রস্তুতকারী সংস্থার আরও ৬ কর্মকর্তার।
জানা গিয়েছে, কীর্তি সিং নাম ভরতপুরের বাসিন্দা এক আইনজীবী এফআইআর দায়ের করেছেন। কিন্তু কেন? তিনি ২০২২ সালে একটি গাড়ি কেনেন। যার জন্য অগ্রিম দিয়েছিলেন ৫১ হাজার টাকা। বাকিটা ঋণ নেন। আইনজীবীর অভিযোগ, গাড়িটি কেনার পর থেকেই নানারকম যান্ত্রিক সমস্যা দেখা দেয়। কিছুদিনের মধ্যেই অ্যাকসেলেটরে বড়সড় সমস্যা দেখা দেয়। তাঁর অভিযোগ, গাড়ি থেকে যে কোনও মুহূর্তে বড় বিপদ ঘটতে পারত। গাড়ি প্রস্তুতকারী সংস্থার কাছেও গোটা বিষয়টা জানান কীর্তি। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি বলেই অভিযোগ। এক পর্যায়ে বিরক্ত হয়েই গাড়ি প্রস্তুতকারী সংস্থার আরও ৬ কর্মকর্তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। সেই এফআইআরেই নাম রয়েছে শাহরুখ ও দীপিকার।
কিন্তু কেন দুই তারকার নাম? ওই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার শাহরুখ ও দীপিকা। তাঁরা গাড়ির প্রচার করেছিলেন। সেই কারণেই এফআইআরে জুড়েছে তাঁদের নাম। জানা গিয়েছে, অভিযোগ দায়েরের পরই মথুরাগেট থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে এবিষয়ে দুই তারকার তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.