Advertisement
Advertisement

Breaking News

Salman Khan Shah Rukh Khan

একই দিনে ভাইরাল শাহরুখ-সলমনের ছবি! ব্যাপারটা কী?

দুই খানকে নিয়ে জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়।

Shah Rukh Khan and Salman Khan new photo goes viral | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:March 26, 2022 8:27 pm
  • Updated:March 27, 2022 3:55 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের তাঁরা করণ-অর্জুন। এক সময় দুজনের সংঘাত রোজই উঠে আসত খবরের শিরোনামে। তবে এখন আর সেই সংঘাত নেই। করণ-অর্জুন একেবারেই ভাই ভাই। দেখা করেন, আড্ডা মারেন। দু’জন, দু’জনের সিনেমার প্রশংসাও করেন। এমনকী, একসঙ্গে ফের ছবি করতেও নাকি রাজি বলিউডের এই দুই খান।

Advertisement

এত গেল সলমন (Salman Khan) ও শাহরুখের (Shah Rukh Khan) দুশমনি থেকে ফ্রেন্ডশিপের গল্প। নতুন গপ্পো হল শনিবার হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় আগুন জানালেন বলিউডের এই দুই নায়ক। একজন খালি গায়ে শেয়ার করলেন ‘পাঠান’ ছবির লুক। তো আরেকজন জলাশয়ে ডুব দিয়ে নজর কাড়লেন অনুরাগীদের।

কয়েকদিন আগে ‘পাঠান’ ছবির টিজারে চমক দিয়েছেন শাহরুখ।  ঠিক এরই মাঝে ভাইরাল হয়েছিল ‘পাঠান’ ছবির শুটিংয়ের দৃশ্য। যা দেখে অনুরাগীরা একেবারেই হতবাক। ৫৬ বছরের শাহরুখের এমন চেহারা! ভক্তরা ভেসেছিলেন ‘ওম শান্তি ওম’ ছবির নস্ট্যালজিয়ায়। ফের শাহরুখের শরীরে দেখা গেল এইট প্যাক! ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, খালি গায়ে দাঁড়িয়ে রয়েছেন শাহরুখ। স্পষ্ট হয়েছে, শাহরুখের এইট প্যাক। এরকমই এক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে শাহরুখ লিখলেন, ‘শাহরুখ একটু থেমে গেলেও,  পাঠানকে কীভাবে আটকাবে!’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: গুঞ্জনে ইতি, এপ্রিল মাসেই আলিয়াকে বিয়ে করছেন রণবীর কাপুর!]

তবে সলমনের ছবিটি কোনও নতুন সিনেমার লুক নয়। বরং সলমন পানভেলের ফার্মহাউজে নিজের মতো সময় কাটানোর ছবিই শেয়ার করলেন ইনস্টাগ্রামে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

একদিকে যখন শাহরুখ ‘পাঠান’ ছবির শুটিংয়ে ব্যস্ত। অন্যদিকে, সলমন ব্যস্ত রয়েছেন টাইগার থ্রির শুটিংয়ে। কয়েকদিন আগে এই ছবিরও টিজার শেয়ার করেছিলেন সলমন খান!

[আরও পড়ুন: ‘দ্য কাশ্মীর ফাইলসের জন্যই ডুবল বচ্চন পাণ্ডে’, দুঃখের কথা শেয়ার করলেন অক্ষয় ]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ