সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনয় জগতে সবেমাত্র হাতেখড়ি। ডেবিউ ছবিতেই ব্যাপক সাফল্য। ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রী (ডেবিউ) পুরস্কার তাঁর ঝুলিতে।
স্বাভাবিকভাবেই হতচকিত। অনুষ্ঠান মঞ্চে উঠতে গিয়ে যাচ্ছে তাই কাণ্ড। গাউন নিয়ে নাজেহাল ‘লাপাতা লেডিজ’-এর ‘ফুল’। তবে চিন্তা কী, যেখানে ‘কিং’ শাহরুখ রয়েছেন। নীতাংশীকে আগলে আরও একবার সকলের মন জিতলেন বাদশাহ।
সোশাল মিডিয়ায় এখন ভাইরাল ভিডিওটি। তাতে উজ্জ্বল হলুদ রঙের গাউনে দেখা গিয়েছে নীতাংশীকে। পুরস্কার নিতে মঞ্চে ওঠার সময় তাঁকে আনতে যান শাহরুখ। সিঁড়ি দিয়ে ওঠার সময় গাউনের ট্রেলে যত বিপদ! সিঁড়িতে পা জড়িয়ে পড়ে যাচ্ছিলেন। তাঁকে সামলে মঞ্চে ওঠার বন্দোবস্ত করেন কিং খান। মঞ্চে ওঠার পর যাতে হাঁটতে সমস্যা না হয় তাই ট্রেলও আগলে রাখতে দেখা গিয়েছে শাহরুখকে। এরপর অক্ষয় কুমার এবং করণ জোহরের দিকে নিদ্বিধায় এগিয়ে যান অভিনেত্রী। এই মুহূর্তের ভিডিওই যেন এখন সোশাল মিডিয়ায় হটকেক।
View this post on Instagram
মহিলাদের কীভাবে সম্মান করতে হয়, তা জানেন শাহরুখ। তা সে নবাগত অভিনেত্রী হোন, কিংবা মহিলা অনুরাগী। অতীতে সাক্ষাৎকারে সেকথা নিজের মুখে জানিয়েছেন তিনি। আর সেটাই তাঁর মহিলা মন জয়ের ইউএসপি বলেই মনে করেন শাহরুখ। তাই তো বাদশাহের অনুরাগীর কথা বললে বাড়াবাড়ি হবে না। আট থেকে আশি সকলেই তাঁর অনুরাগী। তাঁর মন্নতের সামনে সবসময়ই অনুরাগীদের ভিড়। সেখানে অবশ্য মহিলা-পুরুষ কোনও বিভেদের পাঁচিল নেই। এবারও ঠিক যেমন। ফিল্মফেয়ারের অনুষ্ঠানের এই ভিডিও দেখে ধন্য ধন্য করছেন সকলে। শাহরুখ যে শুধু অভিনেতা হিসাবেই নন, একজন প্রকৃত মানুষ হিসাবে সত্যিকারের কিং, তা তাঁর আচরণে স্পষ্ট বলেই দাবি নেটিজেনদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.