Advertisement
Advertisement

Breaking News

Shah Rukh Khan

সুহানার স্টাইলিশ লুকে মজলেন নেটিজেনরা, বাবা শাহরুখ লিখলেন…

পালটা সুহানা কী লিখলেন?

Shah Rukh Khan cheers for daughter Suhana Khan’s ad shoot
Published by: Sayani Sen
  • Posted:June 8, 2025 4:03 pm
  • Updated:June 8, 2025 4:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়ায় সেভাবে সক্রিয় নন শাহরুখ খান। ছবি কিংবা প্রতিক্রিয়া শেয়ার করতে তেমন দেখা যায় না। নেটদুনিয়া থেকে যতই মুখ ফিরিয়ে থাকুন না, মেয়ের ছবি দেখে কী আর চুপ থাকা যায়? তাই তো সুহানার নতুন স্টাইলিশ ফটোশুট দেখে আপ্লুত শাহরুখ। কমেন্ট বক্সে বাবা ও মেয়ের কথাবার্তা নজর কাড়ল সকলের।

Advertisement

আন্তর্জাতিক স্পোর্টস ব্র্যান্ড অ্যাম্বাসডর সুহানা। ফটোশুট হয়েছে সম্প্রতি। গত শনিবার ওই সংস্থা ছবি শেয়ার করেন। সেই ছবি সুহানা নিজেও ইনস্টাগ্রামে শেয়ার করেন। সুহানার নতুন স্পোর্টি লুক নজর কেড়েছে নেটিজেনরা। ছবির কমেন্ট বক্সে প্রশংসার ঝড়। সুহানা ছবি দেখে মুগ্ধ বাবা শাহরুখও। মেয়েকে দেখে এতটাই আপ্লুত যে নেটদুনিয়া সম্পর্কে উদাসীন বাবা মেয়ের ছবিতে কমেন্ট করেন। লেখেন, “খুব সুন্দর লাগছে।” প্রায় সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর দেন শাহরুখকন্যা সুহানা। লেখেন, “ভালোবাসি।” সঙ্গে লাল রঙের লাভ ইমোজিও জুড়ে দেন।

বছর দুয়েক আগে অভিনয় জগতে অভিষেক সুহানার। নেটফ্লিক্স অরিজিনালে জোয়া আখতারের ‘দ্য আর্চিস’-এ কাজ করেছেন তিনি। সঙ্গে ছিলেন খুশি কাপুর, অগস্ত্য নন্দ, ডট, মিহির আহুজা, বেদাঙ্গ রায়না, যুবরাজ মেন্ডা। বাবার সঙ্গে ‘কিং’ ছবিতে দেখা যাবে সুহানাকে। ঘনিষ্ঠ সূত্রে খবর, এই স্পাই থ্রিলারে গোয়েন্দার ভূমিকায় বাদশাকন্যা থাকছেন। আর তার ‘হ্যান্ডলার’-এর চরিত্রে দেখা যাবে শাহরুখকে। যিনি রহস্য সমাধানে সুহানাকে সাহায্য করবেন। বহু প্রতীক্ষিত ছবিতে দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, আরশাদ ওয়ারসি, অনিল কাপুরের মতো তাবড় তারকাদের দেখা যাবে বলে খবর। শোনা যাচ্ছে, দীপিকা পাড়ুকোনকে ক্যামিও রোলে দেখা যেতে পারে। আর সুহানার মায়ের ভূমিকায় থাকতে পারেন রানি মুখোপাধ্যায়। এমন কাস্টিংয়ে বক্স অফিসে কাঁপন ধরার সম্ভাবনা প্রবল। চলতি বছরের মে মাস থেকেই ‘কিং’ ছবির শুটিং শুরু হয়েছে। মেগাবাজেট সিনেমা মুক্তি পাবে ২০২৬ সালে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement