Advertisement
Advertisement
Shah Rukh Khan

‘ছাঁইয়া ছাঁইয়া’… শাহরুখ-রিহানার নাচের ম্যাজিকে মজল নেটপাড়া! ভাইরাল ভিডিও

গোলাপি পোশাকে রিহানা ও কালো ব্লেজারে শাহরুখকে দেখে মুগ্ধ নেটিজেনরা।

Shah Rukh Khan dances with Rihanna in a viral video
Published by: Biswadip Dey
  • Posted:July 13, 2025 5:15 pm
  • Updated:July 13, 2025 5:15 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখ খান। রিহানা। দু’জনই গ্লোবাল আইকন। সারা বিশ্ব একডাকে চেনে তাঁদের। তাঁরা যদি একসঙ্গে কোমর দোলান তাহলে যে সেই ভিডিও ভাইরাল হবে তা বলাই বাহুল্য। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে তাঁদের প্রি-ওয়েডিং উদযাপনের এই ভিডিও নতুন করে ভাসতে শুরু করেছে ইন্টারনেটে। আর তা মন জিতে নিয়েছে সকলেরই।

Advertisement

জামনগরের সেই অনুষ্ঠানে গোলাপি পোশাকে রিহানা ও কালো ব্লেজারে শাহরুখ খানকে দেখে মুগ্ধ হয়েছিলেন সকলেই। দু’জনে ডান্স ফ্লোরে আসার পরই বাদশাহ তাঁর চিরচেনা ভঙ্গিতে নাচতে শুরু করেন। রিহানাও তাঁর নাচটি অনুকরণ করে কোমর দোলাতে থাকেন। তাঁদের একসঙ্গে নাচতে দেখে আশপাশের সকলেই উদ্বেলিত হয়ে ওঠেন। তবে দেখা যায় সেখানে রয়েছে দুই তারকার দুই ভক্তবৃন্দ। তাঁরা দু’জনের নামে জয়ধ্বনি দিতে থাকেন।


by in

বিয়ের আগে প্রায় দেড় বছর ধরে অনন্ত-রাধিকার স্বপ্নের বিয়ের প্রস্তুতি চলে। কখনও দেশে আবার কখনও বিদেশে তারকাখচিত পার্টির ঝলক দেখে নেটপাড়া মজেছে। অবশেষে গত বছর জীবনের নতুন ইনিংস শুরু করেন অনন্ত-রাধিকা। বারাণসীকে উৎসর্গ করে অনন্ত-রাধিকার বিয়ের থিম ছিল ‘অ্যান অড টু বারাণসী’। বিয়ের থিমের সঙ্গে মিলিয়ে গোলাপি পোশাকে সাজে আম্বানি পরিবার। গোটা বলিউড তো বটেই এমনকী পশ্চিমী বিনোদুনিয়ার গ্ল্যামারের ছটায় আলোকিত হয় বিয়ের আসর। মেগাবাজেট বিয়ের অতিথি তালিকাও ছিল নজরকাড়া। শাহরুখ থেকে সলমন খান, অক্ষয় কুমার, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, আমির খান, ঐশ্বর্য রাই বচ্চন, জাহ্নবী কাপুর,হানি সিং, অনন্যা পাণ্ডে, করিনা কাপুর খান, করিশ্মা কাপুর, সইফ আলি খান, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশলের মতো তারকারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। উল্লেখ্য, রাজকীয় বিয়ের বর্ষপূর্তিতে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন অনন্ত-রাধিকা। ইনস্টাগ্রামে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন কিং খানও।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ