Advertisement
Advertisement
Shah Rukh Khan

মোটেই গুরুতর নয় চোট, তবুও দ্রুত আমেরিকায় পাড়ি শাহরুখের! কেন?

চলতি মাসের শেষে দেশে ফিরবেন শাহরুখ এমনটাই শোনা যাচ্ছে।

Shah Rukh Khan DIDN’T get injured on the sets of ‘King'

ফাইল ছবি।

Published by: Arani Bhattacharya
  • Posted:July 20, 2025 1:32 pm
  • Updated:July 20, 2025 1:40 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার হঠাৎই খবর ছড়িয়ে পড়ে যে ‘কিং’ ছবির শুটিংয়ে গুরুতর জখম হয়ে চিকিৎসার জন্য তড়িঘড়ি আমেরিকা পাড়ি দিয়েছেন কিং খান। এই খবর ছড়িয়ে পড়ার পর শাহরুখের অনুরাগীরা রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়ে। এরপর ফের খবর মেলে যে গুরুতর জখম হননি শাহরুখ। তাহলে কেন আমেরিকা উড়ে গেলেন শাহরুখ?

Advertisement

সর্বভারতীয় এক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, আহত হয়ে নয় বরং রুটিন চেকআপের জন্যই নাকি আমেরিকা উড়ে গিয়েছেন বাদশা। আরও জানানো হয়েছে যে অতীতে ছবির শুটিং করতে গিয়ে বহুবার আহত হয়েছেন শাহরুখ। সেই চোট যাতে পরবর্তীতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে তাঁর জন্য এবং অবশ্যই নিজের স্বাস্থ্যের রুটিন চেকআপের জন্য প্রায়ই আমেরিকা উড়ে যান তিনি। এবারেও তার ব্যাতিক্রম নয়। এই কারণেই নাকি আমেরিকা উড়ে গিয়েছেন বাদশা এমনটাই জানা যাচ্ছে। শনিবার আমেরিকায় পাড়ি দিয়েছেন শাহরুখ। চলতি মাসের শেষে দেশে ফিরবেন তিনি এমনটাই শোনা যাচ্ছে।

শনিবার ‘কিং’ ছবির শুটিং চলাকালীন শাহরুখের গুরুতর জখম হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর তাঁর অসুস্থতার খবরে রীতিমতো হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘ভাই শাহরুখের স্বাস্থ্যের জন্য আমি চিন্তিত। পেশিতে আঘাত পেয়ে গুরুতরভাবে জখম হয়েছেন শাহরুখ। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।’ উল্লেখ্য, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবির শুটিং করতে গিয়ে গুরুতর আহত হন শাহরুখ খান। বলিউড মাধ্যম সূত্রে খবর, মুম্বইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিওতে শুটিং চলছিল। সেখানেই এক অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে বড়সড় চোট পান কিং খান। জানা গিয়েছিল, শাহরুখের আঘাত এতটাই গুরুতর যে আগামী মাস দু’য়েক শুটিং করতে পারবেন না তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ