Advertisement
Advertisement
Shah Rukh Khan

‘ডাঙ্কি’ কারে কয়? নতুন ভিডিও শেয়ার করে জবাব ‘হট’ শাহরুখের

এই প্রথমবার পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে জুটি বেঁধেছেন বলিউড বাদশা।

Shah Rukh Khan Explains Meaning Of His Film's Name In New Promo | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:December 11, 2023 7:32 pm
  • Updated:December 11, 2023 7:32 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুনিয়াজুড়ে ঝড় তুলেছিল তাঁর ‘পাঠান’ ও ‘জওয়ান’। যার জন্য তাঁর পরবর্তী ছবি নিয়েও উন্মাদনার পারদ চরমে। আর সপ্তাহের প্রথম দিনই সেই উৎসাহ আরও কয়েক গুণ বাড়িয়ে দিলেন শাহরুখ খান। প্রকাশ্যে ডাঙ্কির নয়া প্রোমো। যেখানে কালো পোশাকে একেবারে হট অবতারে ধরা দিলেন বলিউড বাদশা। মেটালেন অনুরাগীদের কৌতূহলও।

Advertisement

এদিন সকালে নিজের সোশাল অ্যাকাউন্টে আপকামিং ছবি ‘ডাঙ্কি’র নতুন গানের টিজার প্রোমো পোস্ট করেন তিনি। বলাই বাহুল্য, মুহূর্তে হু হু করে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। শাহরুখ জানান, ‘ও মাহি ও মাহি’ গানটি শীঘ্রই শুনতে পাবেন সিনেপ্রেমীরা। ভিডিওতে মরুভূমির মধ্যে কালো পোশাক আর সানগ্লাস চোখে ‘মাচো’ শাহরুখের দিক থেকে চোখ ফেরানোই দায়! তবে শুধুই প্রোমোয় নয়, নেটিজেনদের চোখ টেনেছে শাহরুখের ক্যাপশনও।

[আরও পড়ুন: গ্রামের মেয়েকে নিয়ে পলায়ন, ছেলের ‘অপরাধে’ মাকে বিবস্ত্র করে মার!  ]

‘ডাঙ্কি’ ছবি নিয়ে আলোচনার গোড়া থেকেই অনেকের প্রশ্ন, এই শব্দের অর্থ কী? আস্ক এসআরকে পর্বেও একাধিকবার ভক্তরা এ প্রশ্নের উত্তর খুঁজেছেন। অবশেষে জানা গেল ডাঙ্কি কারে কয়। ৫৮ বছরের সুপারস্টার লিখেছেন, “সবাই জানতে চাইছে ডাঙ্কি মানে কী। এর অর্থ প্রিয়জনের থেকে দূরে হয়ে যাওয়া। তবে যখন সেই প্রিয়জন সঙ্গে থাকে, মনে হয় সেই সময়টা যেন সেখানেই থেমে যায়। সূর্য ডোবার আগে ও মাহি ও মাহি গানটি সেই ভালোবাসার অনুভূতিই জাগায়।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

এই প্রথমবার পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে জুটি বেঁধেছেন বলিউড বাদশা। উদ্বাস্তু সমস্যাও নিয়েই তৈরি এই ছবি। ছবিতে শাহরুখ রয়েছেন হার্ডির চরিত্রে। আর তাপসী মানুর ভূমিকায়। শাহরুখ-তাপসী ছাড়াও এ ছবির অন্যতম আকর্ষণ ভিকি কৌশল। অভিনয় করেছেন সুখির চরিত্রে। এর পাশাপাশি বুগ্গু আর বল্লির চরিত্রে অভিনয় করেছেন বিক্রম কোচর ও অনিল গ্রোভার। এই পাঁচজনকে কেন্দ্র করেই এগোবে গল্প। এছাড়াও ছবিতে রয়েছেন বোমন ইরানি, ধর্মেন্দ্র, সতীশ শাহ, জ্যোতি সুভাষের মতো অভিনেতা।

[আরও পড়ুন: ‘বেনহুর’ থেকে ‘আউটহাউস’, শেষ দিন চলচ্চিত্র উৎসবে এই ছবিগুলো দেখতে পাবেন]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ