Advertisement
Advertisement
SRK on Punjab Floods

বন্যাবিধ্বস্ত পাঞ্জাবের জন্য মন কাঁদছে শাহরুখের, ‘মনোবল যেন না ভাঙে’, বার্তা কিং খানের

শুটিং-প্রচারের মাঝেও দুর্গতদের জন্য বিশেষ বার্তা কিং খানের।

Shah Rukh Khan Extends Strength, Support To Those Affected By Punjab Floods
Published by: Sandipta Bhanja
  • Posted:September 3, 2025 8:37 pm
  • Updated:September 3, 2025 8:37 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ৩৭ বছরের মধ্যে এত ভয়াবহ বন্যা দেখেনি পাঞ্জাব। লাগাতার অতিভারী বৃষ্টির জেরে জলের নিচে চলে গিয়েছে পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা। লাফিয়ে বাড়ছে মৃত্যু। পরিস্থিতি এতটাই গুরুতর যে, পাঞ্জাবকে ‘বিপর্যস্ত রাজ্য’ হিসেবে ঘোষণা করেছে আপ সরকার। দিনরাত এক করে উদ্ধারকার্য চালাচ্ছে আর্মি, নেভি ও বায়ুসেনা। এমতাবস্থায় বন্যাবিধ্বস্ত পাঞ্জাবের জন্য মন কাঁদছে শাহরুখ খানের।

Advertisement

পাঞ্জাববাসীদের জন্য মানসিক শক্তি কামনা করে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন বলিউড বাদশা। তিনি লিখেছেন, ‘ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পাঞ্জাবের মানুষদের জন্য আমার মন কাঁদছে। সকলের জন্য প্রার্থনা করছি এবং ঈশ্বরের কাছে শক্তি কামনা করছি। পাঞ্জাবের মনোবল যেন কখনও ভেঙে না পড়ে। ঈশ্বর তাদের সকলের মঙ্গল করুন।’ উল্লেখ্য, বন্যা দুর্গতদের পাশে থাকতে ১০টি গ্রাম দত্তক নিয়েছেন গায়ক-অভিনেতা দিলজিৎ। খাবার, জল, প্রাথমিক চিকিৎসা ও বিভিন্ন জরুরি পরিষেবার দায়ভার তাঁর। অন্যদিকে এমি ভির্ক বন্যা কবলিত ২০০টি পরিবারের দায়িত্ব নিয়েছেন। একইসঙ্গে সোনম বাজওয়া তাঁর অনুরাগীদের কাছে আবেদন করেছেন, তাঁরা যেন বন্যাদুর্গতদের উদ্দেশে সাহায্যের হাত বাড়িয়ে দেন।

সরকারি রিপোর্ট বলছে, বন্যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে পাঞ্জাবের ২৩টি জেলাই। ৩০ জনের মৃত্যুর পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩.৪৫ লক্ষ মানুষ। প্রায় ১৪০০ গ্রাম জলের নিচে চলে গিয়েছে। ২০ হাজার মানুষকে উদ্ধার করার পাশাপাশি ৫০০০ জনকে পাঠানো হয়েছে ত্রাণ শিবিরে। সরকারি রিপোর্ট অনুযায়ী, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাঠানকোট এখানে মৃত্যু হয়েছে ৬ জনের, নিখোঁজ আরও ৩ জন। লুধিয়ানায় ৪ জনের মৃত্যু হয়েছে। এই অবস্থার মধ্যেই লাগাতার বৃষ্টি চলছে পাঞ্জাবের বিস্তীর্ণ অঞ্চলে। ক্ষতির দিক থেকে শীর্ষে গুরুদাসপুর জেলা। এখানে ৩২৪টি গ্রাম ডুবে গেছে, এরপর অমৃতসর (১৩৫টি গ্রাম) এবং হোশিয়ারপুর (১১৯টি গ্রাম)। ক্ষতিগ্রস্ত অন্যান্য জেলাগুলির মধ্যে রয়েছে বার্নালা, বাথিন্ডা, ফিরোজপুর, পাতিয়ালা, এসএএস নগর, সাঙ্গরুর, তরন তারান এবং ফাজিলকা। বন্যায় ১.৪৮ লক্ষ হেক্টরেরও বেশি ফসল নষ্ট হয়েছে, প্রায় ৩.৭৫ লক্ষ হেক্টর কৃষিজমি ডুবে গেছে। এমতাবস্থায় পাঞ্জাবের অর্থনীতিও যে যথেষ্ট সঙ্গীন, সেটা বলাই বাহুল্য। জানা গেল, পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রকে চিঠি লিখে ৬০ হাজার কোটি টাকা সাহায্যের আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ