সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখ খান মানেই খবর! শেষ ছবি মুক্তি পেয়েছে দেখতে দেখতে দেড় বছর হয়ে গেল। তবু টিনসেল টাউনে এসআরকে সব সময়ই চর্চায়। যেমন এবার এক ভাইরাল ভিডিও ঘিরে শুরু জল্পনা। ট্যাটুশোভিত পেশিবহুল শাহরুখের কুল লুক নিয়ে অনুরাগীদের উদ্দীপনার শেষ নয়। রটে গিয়েছে, এটাই ‘কিং’ ছবিতে শাহরুখের লুক।
আসলে শাহরুখ খানের আগামী ছবি ‘কিং’ ঘিরে এখন থেকেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ! আগামী বছর ছবিটি মুক্তি পাওয়ার কথা। কিন্তু ছবি সম্পর্কে সবটাই প্রায় (একমাত্র কুশীলবদের নাম ছাড়া) গোপন রেখেছেন শাহরুখ বা পরিচালক সিদ্ধার্থ আনন্দ। স্বাভাবিক ভাবেই বাদশার নয়া লুক ঘিরে শুরু হয়েছে জল্পনা। এটাই ছবিতে শাহরুখের লুক নয়তো? ভিডিওয় দেখা গিয়েছে, সাদা গেঞ্জি, ডেনিম, রোদচশমা, বিনি পরিহিত শাহরুখ হেঁটে চলেছেন। তাঁর শরীরী ভাষায় বরাবরের মতোই স্মার্টনেস উপচে পড়ছে। কিন্তু স্রেফ এই মুগ্ধতাটুকুই অনুরাগীদের জন্য যথেষ্ট নয়। তাঁদের মধ্যে চর্চা শুরু হয়েছে ‘কিং’ ছবিতে এই অবতারেই ধরা দেবেন তাঁদের প্রিয় নায়ক।
The King in a casual striking appearance showcasing his fitness & enduring his charisma
— sʜᴏʙ (@IamRealSyed786)
প্রসঙ্গত, ‘কিং’-এর প্রযোজনার দায়িত্বে থাকছে শাহরুখের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং সিদ্ধার্থ আনন্দের মারফ্লিক্স পিকচার্স। বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বলিপাড়ায় মেয়ে সুহানার মাটি শক্ত করার জন্য নাকি ২০০ কোটি টাকা খরচ করে ছবিটি প্রযোজনা করতে চলেছেন বলিউড বাদশা। ছবিতে সুহানার মায়ের ভূমিকায় নাকি অভিনয় করতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। ‘মুঞ্জা’ খ্যাত অভয় বর্মাকেও এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। থাকবেন সঞ্জয় দত্ত, আর্শাদ ওয়ার্সিও। সম্প্রতি যুক্ত হয়েছে আরও দু’টি বড় নাম- জ্যাকি শ্রফ, অনিল কাপুর। নয়া গুঞ্জন- রানি মুখোপাধ্যায়ও এই ছবিতে রয়েছেন। খবরটা সত্যি হলে দীর্ঘ ১৭ বছর পর ফের একসঙ্গে দেখা যাবে দু’জনকে। শেষবার ২০০৮ সালে ‘রব নে বানা দি জোড়ি’ ছবিতে ‘ফির মিলেঙ্গে চলতে চলতে’ গানে স্ক্রিন শেয়ার করেছিলেন শাহরুখ-রানি। এমনটাও শোনা যাচ্ছে, ‘কিং’ ছবিতে ক্যামিও নয়, বলা যায় ‘এক্সটেন্ডেড ক্যামিও’ করবেন রানি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.