Advertisement
Advertisement
Shah Rukh Khan

তায়কোন্ডো চ্যাম্পিয়ন আব্রাম, আনন্দে আত্মহারা শাহরুখ আদরে ভরিয়ে দিলেন ছেলেকে

বাবার গালে চুমু খেয়ে থাকে পালটা ভালবাসা উপহার হিসেবে দেয় আব্রাম। 

Shah Rukh Khan gave Abram Taekwondo Gold Medal with love | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:October 17, 2022 2:25 pm
  • Updated:October 17, 2022 2:46 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরাবর ‘ফ্যামিলি ম্যান’ শাহরুখ খান (Shah Rukh Khan)। হাজারও ব্যস্ততার মাঝে পরিবারকে সময় দিতে ভোলেন না তিনি। ছোট ছেলে আব্রাম আবার বাবার একটু বেশি আদুরে। আব্রামের (Abram) সমস্ত কাজে নজর থাকে বলিউড বাদশার। তার সাফল্যে আনন্দে আত্মহারাও হয়ে যান। এমনটাই দেখা গেল সম্প্রতি। 

Advertisement

SRK son

পড়াশোনার পাশাপাশি তায়কোন্ডোর মতো মার্শাল আর্টও শিখছে আব্রাম। সম্প্রতি তারই একটি টুর্নামেন্ট ছিল। যেখানে তায়কোন্ডোর প্যাঁচে প্রতিপক্ষকে ধরাশায়ী করে শাহরুখপুত্র। ছেলের এই সাফল্যে গর্বিত বাবা শাহরুখ। ম্যাচের সময় তো ছিলেনই মঞ্চে ছেলেকে মেডেল তিনিই পরিয়ে দেন। পাশাপাশি আদরেও ভরিয়ে দেন। বাবার গালে চুমু খেয়ে থাকে পালটা ভালবাসা উপহার হিসেবে দেয় আব্রাম। 

SRK son 1

[আরও পড়ুন: পাপারাজ্জি দেখেই মেজাজ হারালেন জয়া বচ্চন, দিদাকে সামলাতে হিমশিম অবস্থা নভ্যার]

শাহরুখ ও আব্রামের এই সুন্দর মুহূর্তের সাক্ষী ছিলেন সুহানা ও আরিয়ান। ভাইয়ের ম্যাচ চলাকালীন তাঁরাও চিৎকার করে উৎসাহ দিয়েছেন। যে অ্যাকাডেমির পক্ষ থেকে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল সেখানে আবার সইফ-করিনার ছেলে তৈমুরও প্রশিক্ষণ নেয়। তাঁদেরও দেখা যায় গ্রুপ ছবিতে। ছিল নিখিল দ্বিবেদীর ছেলে শিবানও। 

Celeb-Childs

উল্লেখ্য, কিছুদিন আগেই দক্ষিণী পরিচালক অ্যাটলির সঙ্গে ‘জওয়ান’ ছবির শুটিং শেষ করেছেন শাহরুখ। তার আগে গিয়েছিলেন লন্ডনে। সেখানে রাজকুমার হিরানির পরিচালনায় ‘ডাঙ্কি’র শুটিং সারেন। তবে শাহরুখ অনুরাগীরা রয়েছেন তাঁর কামব্যাক ছবি ‘পাঠান’-এর অপেক্ষায়। তাতে একেবারে ভিন্ন লুকে দেখা গিয়েছে শাহরুখকে। অ্যাকশন প্যাকড ছবির জন্য পারফেক্ট সিক্স প্যাক অ্যাবে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন সুপারস্টার। তা দেখেই অনুরাগীদের ছবি দেখার উৎসাহ কয়েকগুণ বেড়ে গিয়েছে। আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের শুরুতেই সিনেমা হলে ‘পাঠান’-এর মুক্তি পাওয়ার কথা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: প্রতিবেশী যুবকের হেনস্তার জেরেই আত্মহত্যা অভিনেত্রী বৈশালীর! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ