Advertisement
Advertisement
Shahrukh Khan

‘ডাঙ্কি’ ছবির শুটিংয়ে কাশ্মীরে শাহরুখ, ‘পাঠান’কে কাছে পেয়ে আপ্লুত গোটা ভূস্বর্গ

ডাল লেকের ধারে শাহরুখের ছবি ভাইরাল।

Shah Rukh Khan in Kashmir for Dunki Song Shoot| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 24, 2023 2:45 pm
  • Updated:April 24, 2023 5:58 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পাঠান’ ছবির সাফল্য নিয়ে দিব্যি রয়েছেন শাহরুখ খান। ইদের দিন মন্নতের ছাদে উঠে অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছও ভাগ করে নিয়েছেন তিনি। আর তার পরেই বলিউড বাদশার ব্যস্ততা শুরু। হ্য়াঁ, শাহরুখ এখন ব্যস্ত হয়ে পড়েছেন পরিচালক রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’ ছবির শুটিংয়ে। তবে এবারের শুটিংটা শাহরুখের কাছে একটু বেশিই প্রিয়। কারণ? কাশ্মীর।

Advertisement

হ্যাঁ, বহুদিন পরে ‘পাঠান’ ছবির হাত ধরে শ্রীনগরের মাল্টিপ্লেক্সে উপচে পড়েছিল ভিড়। গোটা কাশ্মীর জুড়ে দারুণ ব্যবসা করেছিল এই ছবি। আর সেই পাঠানই এবার ভূ-স্বর্গে পা রাখলেন। ডাল লেক থেকে শুরু করে গুলমার্গ, সোনমার্গ, পহেলগাঁওয়ে চলছে এই ছবির শুটিং। খবর অনুয়ায়ী, বেশ কয়েকদিনই কাশ্মীরের নানা জায়গায় সিনেমার শুট করবেন শাহরুখ ও ডাঙ্কি ছবির গোটা টিম।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: সুপ্রিম আদেশে স্বস্তি! কমেডিয়ান মুনাওয়ার ফারুকির জামিন মঞ্জুর শীর্ষ আদালতে]

শাহরুখ খান (Shah Rukh Khan), রাজকুমার হিরানি অবং জিও স্টুডিওজের প্রযোজনায় তৈরি হচ্ছে ‘ডাঙ্কি‘ (Dunki)। গত এপ্রিলে পরিচালকের সঙ্গে তৈরি ভিডিওর মাধ্যমে ছবির ঘোষণা করেন নায়ক-প্রযোজক শাহরুখ। তারপর শুরু হয় শুটিং। তবে শুটিং শুরুতেই বাঁধে গণ্ডগোল। ছবি থেকে সরে যান চিত্রগ্রাহক অমিত রায়। শোনা যায়, শাহরুখ ও রাজকুমারের সঙ্গে ক্রিয়েটিভ মতপার্থক্য থাকার কারণেই ছবি থেকে সরেছেন অমিত।

[আরও পড়ুন: ‘KKR ফ্যানও ছিল স্টেডিয়ামে?’ জুহি চাওলার সঙ্গে ছবি দিতেই প্রশ্ন, জবাব দিলেন ঋতাভরী ]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ