Advertisement
Advertisement
Shah Rukh Khan

প্রথমবার ১০ হাজার কোটির গণ্ডি পেরল সম্পত্তি! ধনকুবেরদের তালিকায় বিরাট উন্নতি শাহরুখের

দেশের ধনীতম অভিনেতার শিরোপা উঠেছে 'বলিউড বাদশা'র মাথায়।

Shah Rukh Khan joins billionaire club for the first time

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:October 1, 2025 8:57 pm
  • Updated:October 1, 2025 8:57 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য জাতীয় পুরস্কার পেয়েছেন। তারপর সম্পত্তির দুনিয়াতেও ‘কিং’ হয়ে ধরা দিলেন তিনি-শাহরুখ খান। সম্প্রতি প্রকাশিত হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট অনুযায়ী, বলিউড বাদশার সম্পত্তির পরিমাণ ১০ হাজার কোটি ছাড়িয়ে গিয়েছে। এই প্রথমবার এত সম্পত্তির মালিক হলেন শাহরুখ। তার জেরেই দেশের ধনীতম অভিনেতার শিরোপা উঠেছে তাঁর মাথায়।

Advertisement

প্রত্যেক বছরই ভারতীয় ধনকুবেরদের সম্পত্তির নিরিখে একটি ক্রমতালিকা প্রকাশ করে হুরুন ইন্ডিয়া। এবছর ভারতীয় ধনকুবেরদের মধ্যে সকলের উপরে রয়েছেন শিল্পপতি মুকেশ আম্বানি। ৯.৫৫ লক্ষ কোটি টাকার সম্পত্তির মালিক তিনি ও তাঁর পরিবার। দ্বিতীয় স্থানে গৌতম আদানি ও তাঁর পরিবার। আদানিদের মোট সম্পত্তির পরিমাণ ৮.১৫ লক্ষ কোটি টাকা। তৃতীয় স্থানে রয়েছেন রোশনি নাদার মালহোত্রা। ২.৮৪ লক্ষ কোটি টাকার সম্পত্তির মালকিনই দেশের ধনীতম মহিলা।

এই তালিকাতেই এবার হইচই ফেলে দিলেন শাহরুখ। গত বছর এই লিস্টে প্রথমবার স্থান পেয়েছিলেন তিনি। ৭৩০০ কোটি টাকার সম্পত্তি ছিল শাহরুখ ও তাঁর পরিবারের। কিন্তু চলতি বছরের ক্রমতালিকা অনুযায়ী, মন্নতের বাসিন্দার দখলে রয়েছে ১২৪৯০ কোটি টাকার সম্পত্তি। গোটা দেশের অভিনেতাদের মধ্যে সর্বোচ্চ পরিমাণ সম্পত্তি রয়েছে শাহরুখ ও তাঁর পরিবারের হাতেই। উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি ব্যবসাতেও শাহরুখ চূড়ান্ত সফল। তাঁর প্রোডাকশন হাউস রেড চিলিজ এন্টারটেনমেন্ট, ক্রিকেট দল কলকাতা নাইট রাইডার্স বাণিজ্যিকভাবে যথেষ্ট সফল।

বলি তারকাদের মধ্যে ধনীতমের তালিকায় রয়েছেন কেকেআরের মালকিন জুহি চাওলা ও তাঁর পরিবার। ৭৭৯০ কোটি টাকার সম্পত্তি রয়েছে তাঁদের। এরপর যথাক্রমে রয়েছেন হৃতিক রোশন, করণ জোহার এবং অমিতাভ বচ্চন। প্রথমবার এই তালিকায় জায়গা করে নিয়েছেন ‘বিগ বি’, ১৬৩০ কোটি টাকার সম্পত্তির মালিক হিসাবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ