Advertisement
Advertisement
Shah Rukh Khan Loses Cool

ফ্যানের সেলফি তোলার চেষ্টা, বিমানবন্দরে মেজাজ হারালেন শাহরুখ খান

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে শাহরুখের এই ভিডিও।

Shah Rukh Khan Loses Cool At Airport, see video | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:May 3, 2023 1:13 pm
  • Updated:May 3, 2023 1:13 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মিডিয়া ফ্রেন্ডলি’ বলেই সুনাম রয়েছে শাহরুখ খানের (Shah Rukh Khan)। হাজার দেরিতে এলেও এক হাসিতে সাংবাদিকদের মন জয় করে নিয়ে পারেন। কিন্তু এবার বিপরীত চিত্র দেখা গেল। বিমানবন্দরে সেলফি তুলতে এসেছিলেন এক ভক্ত। তাতেই মেজাজ হারালেন বলিউড বাদশা।

Advertisement

SRK-Fan

রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’ সিনেমার শুটিং করতে কাশ্মীর গিয়েছিলেন শাহরুখ। সম্ভবত সেখান থেকেই ফিরছিলেন মুম্বই। সঙ্গে ছিলেন তাঁর ম্যানেজার পূজা দদলানি। কালো জ্যাকেট ও সানগ্লাস পরে বিমানবন্দর থেকে শাহরুখ বের হতেই পাপারাজ্জি ও ভক্তরা পিছু নেন। প্রিয় তারকার সঙ্গে সেলফি তুলতে যান এক অনুরাগী। তখনই ঘটে ঘটনাটি।

ভিডিও সৌজন্যে – ভাইরাল ভায়ানি

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: ‘মেট গালা’য় অপমান! আলিয়া ভাটকে ঐশ্বর্য রাইয়ের নামে ডাকল মার্কিন সাংবাদিক]

সেলফি তুলতে যাওয়া ফ্যানের হাত শক্তভাবে ধরে ফেলেন শাহরুখ। তারপর এক ঝটকায় সরিয়ে দেন। অভিনেতার চোখেমুখে ক্ষোভের অভিব্যক্তি দেখা যাচ্ছিল। কারও দিকে না তাকিয়ে সোজা গাড়িতে উঠে যান শাহরুখ।

SRK Shah Rukh

উল্লেখ্য, কিছুদিন আগেই সলমনের খানের সঙ্গে এক অনুরাগী হাত মেলানোর চেষ্টা করেছিলেন। কিন্তু অভিনেতার বডিগার্ড শেরা তাঁকে ধাক্কা মারে বলে অভিযোগ। কিন্তু শাহরুখকে সচরাচর এমনভাবে মেজাজ হারাতে দেখা যায় না বলেই মত অনেকের।

[আরও পড়ুন: সবুজ পাতায় শরীর ঢাকলেন ঋতাভরী, ছবি দেখে কী বলছেন নেটিজেনরা?]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ