Advertisement
Advertisement
Shah Rukh Khan

এবার ফুটবলার শাহরুখ, দুই ছেলেকে নিয়ে জোর প্র্যাকটিস, কোন যুদ্ধের প্রস্তুতি?

ফের নতুন চমক দিতে চলেছেন কিং খান?

Shah Rukh Khan plays football with sons AbRam, Aryan at Mannat, watch | Sangbad Pratidin

ছবি : ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:February 7, 2024 8:27 pm
  • Updated:February 7, 2024 8:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখ খান (Shah Rukh Khan) বরাবরই ফুটবলপ্রেমী। কিং খানের এই ক্রীড়াপ্রেম কারোরই অজানা নয়! ফুটবলের খুঁটিনাটি খবর সব তাঁর নখদর্পণে। শত ব্যস্ততার মাঝেও সব ম্যাচ দেখেন। স্কুলজীবনেও চুটিয়ে ফুটবল খেলতেন বাদশা। এবার দুই ছেলেকে নিয়ে জোর ফুটবল প্র্যাকটিসে নেমেছেন শাহরুখ। নতুন কোনও যুদ্ধের প্রস্তুতি?

Advertisement

মঙ্গলবার সন্ধেয় প্রাসাদোপম মন্নতের ছাদের মাঠে অ্যাব্রাম এবং আরিয়ান, দুই ছেলেকে নিয়ে ফুটবল খেলতে দেখা গেল বাদশাকে। আর সেই ভিডিও ফাঁস হতেই নেটপাড়ায় হইচই। পরনে সকলেরই সাদা স্পোর্টস পোশাক। সুপারস্টার বাবার সঙ্গে দুই ছেলেও ফুটবলে মগ্ন। ভাইরাল ভিডিওতেই দেখা গেল সেই ঝলক। ফিফা হোক বা যে কোনও ফুটবল ম্যাচ, শাহরুখ খান সমস্ত খবর রাখেন। একাধিকবার সেলেবদের ফুটবল ম্যাচে বাদশাকে অংশ নিতে দেখা গিয়েছে। এবার ছেলেদের সঙ্গেই জোরকদমে প্র্যাকটিস চালাচ্ছেন তিনি। দেখা গেল মন্নতের পরিচারকরাও যোগ দিয়েছেন কিং খানের সঙ্গে। তাহলে কি নতুন কোনও যুদ্ধের প্রস্তুতি?

আসলে শাহরুখ বরাবরই পর্দার সামনে আসার আগে যে কোনও চরিত্র আত্মস্থ করতে হোমওয়ার্কে বিশ্বাসী। এবারও কি সেরকমই কিছু? ভাইরাল ভিডিওর কমেন্ট বক্সেই কৌতূহল প্রকাশ করেছেন বাদশা ভক্তরা। সেই উত্তর অধরা থাকলেও শাহরুখ যে এক্ষেত্রে ছেলেদের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতেই ফুটবল খেলাকে বেছে নিয়েছেন, তা বলাই বাহুল্য।

[আরও পড়ুন: প্রথম বিবাহবার্ষিকীতে সিদ্ধার্থ-কিয়ারার চমক! ঘোড়ায় চড়ে কোথায় চললেন?]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

২০২৩ সালে বলিউডকে মারকাটারি ব্যবসা দিয়েছেন কিং খান। ‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’র কাজে বিগত দু-আড়াই বছর ধরে এতটাই ব্যস্ত ছিলেন যে, পরিবারের সঙ্গে খুব একটা সময় কাটাতে পারেননি। তবে এবার শুটিংয়ের অবসরে সময় পেয়েই আরিয়ান খান, অ্যাব্রাম খানকে নিয়ে মাঠে নেমে পড়েছেন।

[আরও পড়ুন: হাসপাতালে সুদীপার ছেলে আদিদেব! অনেকটা রক্তক্ষয় হওয়ার পর কেমন আছে খুদে?]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement