Advertisement
Advertisement
Shah Rukh Khan Priyanka Chopra

দু’দশক বাদে কলকাতাতেই মুখোমুখি শাহরুখ-প্রিয়াঙ্কা! মিটবে কি মান-অভিমান?

সিটবেল্ট বাঁধুন, কলকাতায় ঝড় উঠতে চলেছে!

Shah Rukh Khan, Priyanka Chopra To Attend IPL 2025 Opening Ceremony: Report
Published by: Sandipta Bhanja
  • Posted:March 19, 2025 5:46 pm
  • Updated:March 19, 2025 5:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসময়ে বলিউডে কান পাতলেই শোনা যেত, বাদশার সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন ‘দেশি গার্ল’। নায়িকার বাড়ির নিচে ভোররাতে বাদশার গাড়ি থেকে শুরু করে একই ডেনিম জ্যাকেট ভিন্ন সময়ে, ভিন্ন অনুষ্ঠানে দুই তারকার গায়ে দেখা, তাঁদের ‘প্রেমের ইস্তেহার’ নিয়ে কম চর্চা হয়নি! মাসখানেক সেই গুঞ্জন চলার পর সেই জল গড়িয়েছে অনেক দূর! বলিউডে সেভাবে কাজ না পাওয়ায় প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) এখন মার্কিন মুলুকবাসী। অন্যদিকে, পঞ্চাশোর্ধ্ব শাহরুখ খান (Shah Rukh Khan) নতুন করে বলিউডে ঝোড়ো ব্যাটিং শুরু করেছেন। তবে সম্পর্ক-বিচ্ছেদের রটনার পর থেকে আর এযাবৎকাল শাহরুখ-প্রিয়াঙ্কাকে মুখোমুখি হতে দেখা যায়নি। তবে এবার কলকাতাতেই দু দশক বাদে বাদশার আর প্রিয়াঙ্কা ধরা দিতে চলেছেন। আর সেই জল্পনা সত্যি হলে ঝড় উঠতে চলেছে! অতঃপর সিটবেল্ট বেঁধে তৈরি থাকুন!

গতবছর আম্বানিদের পার্টিতে যোগ দেওয়ার জন্য মার্কিন মুলুক থেকে উড়ে এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। আর বাদশা সেই অনুষ্ঠানে গিয়েছিলেন চুপিসারে মধ্যরাতে, দেশি গার্ল বেরিয়ে যাওয়ার পর। সেই খবর নিয়েও বলিউডে কম কানাঘুষো হয়নি! অন্দরমহল সূত্রে খবর, একে-অপরকে এড়িয়ে যাওয়ার জন্যই ভিন্ন সময়ে পার্টিতে যোগ দেন তাঁরা। এবার কলকাতায় আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে তাঁদের যোগ দেওয়ার কথা।
মুখোমুখি কি হবেন তাঁরা? কিংবা মায়ানগরী থেকে বহুদূরে এই কলকাতাতেই মিটবে শাহরুখ-প্রিয়াঙ্কার মান-অভিমান? এহেন সব কৌতূহল অস্বাভাবিক নয়!

আইপিএল বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রীড়া প্রতিযোগিতা। তার উদ্বোধন হবে, আর জৌলুস থাকবে না, তাও কখনও হয়! প্রতিবারের মতো এবারও আইপিএল শুরু হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে। আগামী ২২ মার্চ ইডেনে জাঁকজমকপূর্ণ সেই অনুষ্ঠানের অতিথি তালিকা রীতিমতো চমকে দেওয়ার মতো।সলমন খান থেকে শুরু করে শ্রদ্ধা কাপুর, বরুণ ধাওয়ান, কে নেই সেই অতিথি তালিকায়! প্রাথমিকভাবে যা সূত্র মারফৎ খবর পাওয়া যাচ্ছে তাতে আগামী ২২ মার্চ ইডেনে একসঙ্গে উপস্থিত থাকতে চলেছেন বলিউড বাদশাহ শাহরুখ এবং ‘ভাইজান’ সলমন। শাহরুখ আসবেন কেকেআর তারকাদের তাতাতে। আর সলমন আসবেন নিজের পরবর্তী ছবি ‘সিকন্দর’-এর প্রমোশনে।

জানা গিয়েছে, অনুষ্ঠানে বলিউড তারকাদের মধ্যে পারফর্ম করতে দেখা যাবে শ্রদ্ধা কাপুর, বরুণ ধাওয়ান, দিশা পাটানি, করণ আহুজা, অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষালদের। এছাড়া আমেরিকার পপ ব্যান্ড ওয়ান রিপাবলিককেও আমন্ত্রণ জানানো হয়েছে। সব মিলিয়ে শনিবারের ইডেনে চাঁদের হাত বসতে চলেছে। অতিথি তালিকায় রয়েছেন সঞ্জয় দত্ত, সইফ আলি খান, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, মাধুরী দীক্ষিত করিনা কাপুর, উর্বশী রাউতেলা, আয়ুষ্মান খুরানারা। তবে সকলেই উপস্থিত থাকছেন কি না, সেটা এখনই বলা যাচ্ছে না! কিন্তু শাহরুখ-প্রিয়াঙ্কা একমাঠে থাকলে যে দুই তারকার অনুরাগী শিবিরের উন্মাদনার পারদ চড়বে, তা বলাই বাহুল্য।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement