Advertisement
Advertisement
Shah Rukh Khan

‘কিং’ নিয়ে হাজার সওয়াল, ‘কিং খানে’র রসিক জবাবে কাত অনুরাগীরা!

নিজের আপকামিং সিনেমা নিয়ে এক্স হ্যান্ডলে অনেক কথাই ফাঁস করলেন শাহরুখ।

Shah Rukh Khan replies fan's question with extreme wit in social media
Published by: Sucheta Sengupta
  • Posted:August 17, 2025 1:55 pm
  • Updated:August 17, 2025 2:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখ খান মানেই রসিকতায় ভরপুর একজন প্রাণবন্ত মানুষ। রুপোলি পর্দায় সেই সূক্ষ্ম রসবোধ প্রত্যক্ষ করেছেন দর্শকরা। বাস্তবেও ‘কিং খান’ এমনই। আর অনুরাগী মহলে শাহরুখ একেবারে মাটির মানুষ! বলিউডের পয়লা নম্বর সুপারস্টার তিনি। কিন্তু ফ্যানের কাছে তারকাসুলভ হাবভাব ছেড়ে তিনি হয়ে ওঠেন আপনজন। তার নমুনা প্রায়শয়ই সামনে এসেছে। আবারও সোশাল মিডিয়া পোস্টে তারই নজির রাখলেন বাদশা। তাঁর আপকামিং সিনেমা ‘কিং’ নিয়ে সোশাল মিডিয়ায় হাজারও প্রশ্ন অনুরাগীদের। কেউ কেউ আবার অবসর নিয়েও প্রশ্ন করলেন। সবই মজাচ্ছলে সামলালেন শাহরুখ। কখনও নিজের শুটিংয়ের অভিজ্ঞতার কথা শেয়ার করে, কখনও নিজের সুপারহিট সিনেমার সংলাপ লিখে।

Advertisement
‘কিং’ ছবিতে শাহরুখ।

‘পাঠান’-এর পর পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে ফের জুটি বেঁধেছেন শাহরুখ খান। তাঁদের আপকামিং প্রজেক্ট মেগা বাজেটের সিনেমা ‘কিং’। সেই সিনেমার শুটিং করতে গিয়েই চোট পেয়েছিলেন ‘কিং খান’। যার জেরে শুটিং স্থগিত হয়ে যায়। এক্স হ্যান্ডলে #AskSRK-তে শাহরুখকে তা নিয়ে নানা প্রশ্ন করেন অনুরাগীরা। পরের সিনেমা কী, ‘কিং’ কবে মুক্তি পাবে, এমনই হাজারও প্রশ্ন। প্রথম প্রশ্নের জবাবে বাদশা লেখেন, ‘জাস্ট কিং…নাম তো সুনা হোগা।’ আরেকজনের প্রশ্নের তিনি লিখেছেন, ”খুব ভালোভাবে শুটিং করেছি, আবার খুব শিগগিরই করব। পায়ে চোট ছিল, এখন সুস্থ হয়ে উঠছি। ইনশাল্লা, সিদ্ধার্থ দ্রুত কাজ সেরে ফেলার খুব চেষ্টা করছে। খুব খাটছে।”

অনুরাগীর প্রশ্নে শাহরুখের জবাব।

এক নেটিজেন অবসর নিয়ে কটাক্ষ করেছিলেন। তাঁর মন্তব্য, ‘বয়স তো হল, অবসর নিন আর তরুণ প্রজন্মকে জায়গা ছাড়ুন।’ একেবারে সপাট জবাবে কিং খান লিখলেন, ‘ভাই, আপনার এসব ছেলেমানুষি কথা ছেড়ে ভালো কোনও প্রশ্ন করতে পারলে করুন। ততক্ষণ পর্যন্ত আপনি নিজে অবসরে থাকুন।’

এও লেখেন, ‘একটু আগে বৃষ্টি দেখলাম। এখন আমার ইচ্ছে করছে, আপনাদের সঙ্গে একটু কথা বলি। সময় থাকলে আসুন, #AskSRK-তে প্রশ্নোত্তর পর্ব চালাই। এখন আমি সুস্থ হয়ে উঠছি।’ আসলে এটাই শাহরুখ খান। এ দেশের কয়েক প্রজন্মের প্রেমের নায়ক! রাগ-অভিমান-প্রেম-বিরহ-রসিকতায় ভরপুর এক চরিত্র।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement