সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৩ সালে ‘ডন ৩’ ছবির টিজার প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্ক দানা বেঁধেছে! কখনও রণবীর সিংকে ‘ডন’ অবতারে দেখে তেলেবেগুনে জ্বলে উঠেছেন দর্শক-অনুরাগীরা, তো কখনও বা আবার কাস্টিং বদলের জন্য চর্চার শিরোনামে ঠাঁই পেয়েছে ‘পরিচালক’ ফারহান আখতারের ‘ব্লকবাস্টার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা। কেতাদুরস্ত এই ‘ডন’-এর চরিত্রে যেখানে অমিতাভ বচ্চন কিংবা শাহরুখ খানদের মতো তাবড় তারকাদের দেখে অভ্যস্থ সিনেপ্রেমীরা,সেখানে রণবীর সিংয়ের ব্যক্তিত্বর সঙ্গে এই ছবি চরিত্র নাকি একেবারেই বেমানান, বলে দাবি তুলেছিলেন তাঁরা। এদিকে ডনের ‘রোমা’ চরিত্রটিকে নিয়েও কম জলঘোলা হচ্ছে না। খবর, কিয়ারা আডবানি অন্তঃসত্ত্বা হওয়ায় এই চরিত্রের প্রস্তাব গিয়েছে কৃতী স্যাননের কাছে। তবে এবার ‘কাহানি মে ট্যুইস্ট’! গুঞ্জন, ‘ডন ৩’-তে নাকি শাহরুখ খান অভিনয় করছেন।
প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্র মারফৎ খবর, তৃতীয় ফ্র্যাঞ্চাইজির গল্পে নির্মাতারা একটু ট্যুইস্ট রাখতে চাইছেন। একটি বিশেষ ক্যামিও চরিত্রে শাহরুখ খানকে রাখার ভাবনা রয়েছে। যদিও ঠিক কোন ভূমিকায় বা কোন অবতারে বাদশাকে দেখা যাবে, বিশদে এখনই সেসব ভাঙতে নারাজ নির্মাতারা। তবে এটুকু নিশ্চিত যে, ‘ডন ৩’ ছবিতে ক্যামিও রোলে থাকছেন শাহরুখ খান। ঘনিষ্ঠ সূত্রের কথায়, “কিং খানের চরিত্র নিয়ে খুব একটা ভাঙতে চাইছেন না নির্মাতারা, তবে পরিচালক ফারহান আখতার ইতিমধ্যেই বলিউড সুপারস্টারের কাছে প্রস্তাব নিয়ে গিয়েছেন। শুধু তাই নয়, তাঁর চরিত্রটি কেমন হবে? সেসব নিয়ে বিশদে আলোচনাও হয়েছে। এদিকে শাহরুখ খান বর্তমানে ‘কিং’ সিনেমায় ব্যস্ত। তবে ফারহান এবং তাঁর প্রযোজনা সংস্থার সঙ্গে সুসম্পর্ক থাকায় তিনি নাকি অনুরোধ ফেলতে পারেননি। সব ঠিক থাকলে, দর্শকরা ‘ডন ৩’তে প্রথমবার শাহরুখ-রণবীরকে একফ্রেমে দেখতে পাবেন।” আর এই স্ট্র্যাটেজি যে ছবির ব্যবসায় বড়সড় প্রভাব ফেলবে, তা হলফ করে বলা যায়।
কিন্তু ‘ডন ৩’তে শাহরুখ খান ক্যামিও রোলে থাকায় রণবীর সিংকে কেন মাশুল গুনতে হবে? এমন প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়! আসলে অমিতাভ পরবর্তী অধ্যায়ে ‘ডন’ মানেই এযাবৎকাল শাহরুখ খানের ছবি ভেসে উঠেছে দর্শকমনে। তাই এই সিনেমায় যদি সত্যিই বাদশা থাকেন, সেটা স্বল্প পরিসরের জন্য হলেও যে রণবীর সিংয়ের থেকে সমস্ত লাইমলাইট সরে যাবে শাহরুখের দিকে, তা হলফ করে বলা যায়!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.