সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতের চোট সারতেই সবে বিদেশে ‘কিং’ সিনেমার শুটিং শুরু করেছিলেন শাহরুখ খান। বাদশা বর্তমানে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবির শুটের জন্য পোল্যান্ডে রয়েছেন। সেখানেই অ্যাকশনের মারপ্যাঁচে জমে উঠেছে থ্রিলার সিনেমার শুটিং। তবে এবার খবর, পোল্যান্ডে মাঝপথে ‘কিং’-এর কাজ থামিয়ে তড়িঘড়ি দেশে ফিরছেন তিনি। আচমকাই কী হল বলিউড বাদশার?
বলিউড মাধ্যম সূত্রে খবর, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার গ্রহণের জন্যই শুটিং ফেলে দেশে ফিরছেন কিং খান। আগামী ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার, বিকেল ৪টে নাগাদ নয়াদিল্লিতে এক জমকালো রেড কার্পেট অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের অনুষ্ঠান। পুরস্কৃতদের হাতে এই সম্মান তুলে দেবেন রাষ্ট্রপতি। জীবনের প্রথম জাতীয় পুরস্কার জয়, তাই ঘোষণার পর থেকেই আবেগে ভাসছেন শাহরুখ খান। তেইশ সালের ‘জওয়ান’ ছবির জন্যই তিন দশকের কেরিয়ারে প্রথমবার জাতীয় পুরস্কারের স্বাদপ্রাপ্তি ঘটল সুপারস্টারের। তাই রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেওয়ার সুযোগ হাতছাড়া করতে চাননি তিনি। পুরস্কার গ্রহণের অনুভূতিকে আরও স্পেশাল করে তুলতেই পোল্যান্ড থেকে দেশে ফিরছেন কিং খান।
এদিকে ঘোষণার পর থেকেই শাহরুখ খানের ‘কিং’ সিনেমা নিয়ে উন্মাদনার পারদ তুঙ্গে। প্রায়শই এই ছবি নিয়ে নিত্যনতুন তথ্য নেটভুবনে রাজত্ব করে বেড়াচ্ছে। বিশেষ করে বিগ বাজেট এই ছবির তারকাখচিত কাস্টিং এবং শাহরুখের ‘কিং’ লুক চর্চার শিরোনামে। এমন আবহেই সম্প্রতি বিদেশের শুটিং থেকে ফাঁস হয় বলিউড বাদশার ‘সল্ট অ্যান্ড পিপার’ লুক। যা দেখে অনুরাগীদের প্রায় মূর্চ্ছা যাওয়ার জোগাড়। কারও কারও ভবিষ্যদ্বাণী, ‘জওয়ান-এর মতোই আবারও পর্দায় আগুন ধরাবেন ষাটোর্ধ্ব শাহরুখ।’ এককথায়, বলিউড সুপারস্টারের ‘প্রবীণ লুকে’ মজে নেটপাড়া।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.