সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৈষ্ণদেবীর দর্শন মানেই ছবি ব্লকবাস্টার। অন্তত, ‘পাঠান’, ‘জওয়ান’ সুপারহিট হওয়ায় এমনই বিশ্বাস শাহরুখ খানের। আর তাই নতুন ছবি ‘ডাঙ্কি’র সময়ও কোনও ঝুঁকি নিলেন না শাহরুখ। তাই তো ছবির মুক্তি প্রায় ১০ দিন আগেই পৌঁছে গেলেন মায়ের দর্শনে। সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শাহরুখের বৈষ্ণদেবী দর্শনের ভিডিও।
সংবাদ সংস্থা পিটিআই একটি ভিডিও তাঁদের এক্স হ্যান্ডেলে শেয়ার করে। যেখানে দেখা গিয়েছে, শাহরুখ তাঁর বডিগার্ড এবং নিরাপত্তারক্ষীর মাঝে হেঁটে মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছেন। সঙ্গে ছিলেন ম্যানেজার পূজা দাদালানিও। শাহরুখ খানের পরনে ছিল কালো রঙের পাফার জ্যাকেট এবং হুডি।
VIDEO | Bollywood actor visited Mata Vaishno Devi shrine earlier today.
— Press Trust of India (@PTI_News)
গত বছর ডিসেম্বর মাসে ‘পাঠান’ ছবির আগেও বৈষ্ণদেবী দর্শনে গিয়েছিলেন শাহরুখ। বক্স অফিসে ঝড় তুলেছিল ‘পাঠান’। ১০০০ কোটির থেকেও বেশি আয় করেছিল এই ছবি। ফের ‘জওয়ান’ ছবির মুক্তির আগেও বৈষ্ণদেবী দর্শনে যান এসআরকে। এই ছবিও বক্স অফিসে রেকর্ড ব্যবসা করে। ‘ডাঙ্কি’র বক্স অফিসে ভবিষ্যত ঠিক করতে এবারও তাই বৈষ্ণদেবীর শরণাপন্ন শাহরুখ।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.