Advertisement
Advertisement
Shah Rukh Khan

অজান্তেই রেস্তরাঁয় ক্যামেরাবন্দি শাহরুখ, কাকে আগলে রাখছেন?

সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও।

Shah Rukh Khan was spotted dining, video goes viral
Published by: Suparna Majumder
  • Posted:August 4, 2024 12:42 pm
  • Updated:August 4, 2024 12:42 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাপ্পারাজ্জির নজর তিনি যতই এড়াতে চান, পারেন কতটা? বলিউডের ‘জওয়ান’ শাহরুখ খান (Shah Rukh Khan) বলে কথা, যেখানেই যান ক্যামেরাবন্দি হয়ে যান। তবে এবারে শাহরুখের ডিজিটাল বন্দিদশার নেপথ্যে পাপারাজ্জির কোনও ভূমিকা নেই। অনুরাগিনীদের ক্যামেরাতেই ধরা পড়েছেন ‘বাদশা’।

Advertisement

Shah Rukh Khan

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে শাহরুখের এই ভিডিও। শোনা যাচ্ছে, ভিডিওটি নিউ ইয়র্কের এক রেস্তরাঁর। সেখানেই নিজের আদরের মানুষকে নিয়ে গিয়েছিলেন শাহরুখ। তাকেই রাখছিলেন আগলে। আসলে ছোট ছেলে আব্রামকে নিয়ে বেরিয়েছিলেন কিং খান। তাকেই চোখে চোখে রাখছিলেন। সেই সময়ই ক্যামেরাবন্দি হয়ে যান। রেস্তরাঁয় থাকা দুই তরুণী এই ভিডিও রেকর্ড করেছেন বলে মনে করা হচ্ছে।

[আরও পড়ুন: ৪ থেকে ১০ আগস্ট পর্যন্ত Horoscope: আয় বেশি না খরচ? শরীর ভালো থাকবে? জেনে নিন সাপ্তাহিক রাশিফল ]

বরাবর ‘ফ্যামিলি ম্যান’ শাহরুখ খান। হাজারও ব্যস্ততার মাঝে পরিবারকে সময় দিতে ভোলেন না তিনি। ছোট ছেলে আব্রাম আবার বাবার একটু বেশি আদুরে। আব্রামের (Abram) সমস্ত কাজে নজর থাকে বলিউড বাদশার। এদিনও তার ব্যতিক্রম হয়নি। নীল টি-শার্ট পরে রেস্তরাঁর টেবিলে বসেছিলেন শাহরুখ। তাঁর পাশেই আব্রাম। বেশ ছটফটে শাহরুখের এই পুত্র। তা ভিডিও দেখেই বোঝা যাচ্ছে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

ইদ হোক বা আইপিএল ম্যাচ, সিনেমার প্রিমিয়ার বা যে কোনও পার্টি, শাহরুখের সঙ্গে একাধিকবার নজর কেড়েছে আব্রাম। মন্নতের ছাদেও তাকে বাবার সঙ্গে দেখা গিয়েছে। কেরিয়ারের শুরুতেই গৌরী ছিব্বারকে বিয়ে করেছিলেন শাহরুখ। ১৯৯৭ সালে তাঁদের প্রথম সন্তান আরিয়ানের জন্ম হয়। এর তিন বছর পর মেয়ে সুহানার বাবা হন শাহরুখ। সুহানার থেকে ১৩ বছরের ছোট আব্রাম। সারোগেসির মাধ্যমে ছোট সন্তানকে পেয়েছেন শাহরুখ-গৌরী। শুধু শাহরুখই নয়, গোটা পরিবারের নয়নের মণি সে। মিষ্টি হাসিতে মন জয় করে নেন সকলের।

[আরও পড়ুন: বিরিয়ানি প্রেম! কোথায় পৌঁছে গেলেন রাজ-শুভশ্রী-আবির? ]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ