সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘোষণার পর থেকেই শাহরুখ খানের ‘কিং’ সিনেমা নিয়ে উন্মাদনার পারদ তুঙ্গে। প্রায়শই এই ছবি নিয়ে নিত্যনতুন তথ্য নেটভুবনে রাজত্ব করে বেড়াচ্ছে। বিশেষ করে বিগ বাজেট এই ছবির তারকাখচিত কাস্টিং এবং শাহরুখের ‘কিং’ লুক চর্চার শিরোনামে। এমন আবহেই সম্প্রতি বিদেশের শুটিং থেকে ফাঁস হয় বলিউড বাদশার ‘সল্ট অ্যান্ড পিপার’ লুক। যা দেখে অনুরাগীদের প্রায় মূর্চ্ছা যাওয়ার জোগাড়। কারও কারও ভবিষ্যদ্বাণী, ‘আবারও পর্দায় আগুন ধরাবেন ষাটোর্ধ্ব শাহরুখ।’ এককথায়, বলিউড সুপারস্টারের ‘প্রবীণ লুকে’ মজে নেটপাড়া। তবে ভক্তরা যতই লাফালাফি করুন না কেন, বিষয়টি কিন্তু মোটেই ভালো লাগেনি কিং খানের। সেই প্রেক্ষিতেই এবার শাহরুখের টিমের তরফে এক বিবৃতি জারি করে কিং লুকের ছবি ভাইরাল না করার আর্জি জানানো হয়েছে।
একমাথা ধূসর চুল। পাক ধরা দাড়ি-গোঁফ। চোখে রোদচশমা। পিঠে ব্যাগ। বিদেশের ফুটপাতে কড়া নিরাপত্তাবলয়ের চাদর মুড়ে শুটিং করছিলেন বলিউডের বাদশা। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্তই বর্তমানে নেটপাড়ায় দাবানল গতিতে ভাইরাল। ষাটোর্ধ্ব বাদশার মারকাটারি অবতার দেখে অনুরাগীরাও ততোধিক উচ্ছ্বসিত। ‘জওয়ান’-এর পর আবারও ‘কিং’ শাহরুখের প্রবীণ লুক দেখার জন্য মুখিয়ে রয়েছেন তাঁরা। যদিও নির্মাতাদের তরফে বাদশার কিং অবতার নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে ভাইরাল এসব ছবি-ভিডিও দেখে মুখ খুলতে বাধ্য হলেন তাঁরা। শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি টিমের তরফে একটি পোস্ট শেয়ার করেছেন, সেখানেই ভক্তদের আর্জি জানানো হয়েছে, লুক ভাইরাল করে তাঁরা যেন ‘কিং’ ছবির রোমাঞ্চ নষ্ট না করেন।
টিমের বার্তা, “যতক্ষণ না শাহরুখ খান কিংবা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট-এর তরফে ‘কিং’ লুক প্রকাশ্যে আনা হচ্ছে, ততদিন দয়া করে কিং-ম্যাজিক জিইয়ে রাখার চেষ্টা করুন। তখন না হয় সকলে একসঙ্গে আনন্দ ভাগ করে নেব।” সেই পোস্টে সায় দিয়েই শাহরুখ অনুরাগীদের একাংশের আক্ষেপ, ‘যাহ! রিলিজের আগেই সারপ্রাইজ শেষ!’ কেউ বলছেন, ‘মজাটাই মাটি হয়ে গেল।’
View this post on Instagram
উল্লেখ্য, বহু প্রতীক্ষিত এই মেগাবাজেট সিনেমাতে কেমন চরিত্রে দেখা যাবে কিং খানকে? এই জল্পনা বহুদিনের। ঘনিষ্ঠ সূত্রে খবর, এই স্পাই থ্রিলারে গোয়েন্দার ভূমিকায় বাদশাকন্যা থাকছেন। আর তার ‘হ্যান্ডলার’-এর চরিত্রে দেখা যাবে শাহরুখকে। যিনি রহস্য সমাধানে সুহানাকে সাহায্য করবেন। মুক্তি পাবে ২০২৬ সালে। শোনা যাচ্ছে, দীপিকা পাড়ুকোনকে ক্যামিও রোলে দেখা যেতে পারে। আর সুহানার মায়ের ভূমিকায় থাকতে পারেন রানি মুখোপাধ্যায়। এছাড়াও অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি, অনিল কাপুরের মতো তাবড় তারকারা রয়েছেন। এহেন ডাকসাইটে কাস্টিংয়ের জেরে বক্স অফিসে কাঁপন ধরার সম্ভাবনা প্রবল। তার আগে লুক ভাইরাল হওয়ায় মনোক্ষুণ্ণ বাদশার!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.