Advertisement
Advertisement
Shahid kapoor

শিবাজির বায়োপিকে শাহিদের শুটিং বন্ধ! ‘বলিউডে চূড়ান্ত অব্যবস্থা’, বিস্ফোরক পরিচালক

সরব হলেন পরিচালক অমিত রাই।

Shahid Kapoor's Chhatrapati Shivaji biopic shelved
Published by: Arani Bhattacharya
  • Posted:July 23, 2025 1:50 pm
  • Updated:July 23, 2025 4:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক কাজে নিজেকে প্রমাণ করার পরেও প্রত্যাখ্যাত হওয়া বলিউডে নতুন কোনও বিষয় নয়। এর আগেও তা হয়েছে এবং অনেকেই তা নিয়ে মুখ খুলেছেন। এবার এই বিষয় নিয়েই সরব হলেন পরিচালক অমিত রাই। তাঁর পরিচালনায় শাহিদ কাপুর অভিনীত ছত্রপতি শিবাজির জীবনীচিত্র বানানোর কাজ আপাতত স্থগিত হয়েছে। এবার সেই নিয়েই মুখ খুললেন পরিচালক।

Advertisement

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে ‘ওএমজি ২’ খ্যাত পরিচালক বলেন, “ইন্ডাস্ট্রির অন্দরের পুরো ব্যবস্থাটাই ভীষণ খারাপ। চূড়ান্ত অব্যবস্থা। ১৮০ কোটি টাকার ব্যবসা করা কোনও ছবি পরিচালনা করেও নিজেকে প্রমাণ করার পরও এই ইন্ডাস্ট্রিতে একজন পরিচালক বারবার কাজ করতে গিয়ে নানা বাধার সম্মুখীন হন। কীভাবে একজন পরিচালক ছবির কাস্টিং, প্রোডাকশন, স্টার ম্যানেজমেন্ট একা এত কিছু সামলে কাজটা করবেন? আপনি পাঁচ বছর ধরে একটা স্ক্রিপ্ট নিয়ে পড়াশোনা করবেন। গল্প ও চরিত্র নির্মাণ করবেন আর কেউ এসে ৫মিনিটে সে সবকিছু প্রত্যাখ্যান করে দেবে। আপনার খুঁত খুঁজে বের করবে।”

এসবের পর পরিচালক অমিত রাই সিদ্ধান্ত নিয়েছেন তিনি নিজেই তাঁর আগামী ছবির প্রযোজনা করবেন। শুধু তাই নয় শোনা গিয়েছে আগামীতে নাকি তিনি, হাঙ্গেরীয় চিত্রগ্রাহক এম১তে হার্বা ও মোশন ক্যাপচার স্পেশালিস্ট আইজ্যাক হ্যামনের সঙ্গে কাজ করবেন। এছাড়াও পরিচালক আরও জানিয়েছেন যে, তাঁর ‘ওএমজি ২’ ছবির পর আগামী ছবিতেও অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। শুধু তাই নয় তাঁর পরিচালনায় অভিনয় করতে আগ্রহ প্রকাশ করেছেন অক্ষয় কুমারও। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement