সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন বলিউডের বাদশা শাহরুখ খান। চিরাচরিত ভঙ্গিমায় দর্শক শাহরুখকে দেখেন তাঁর ‘সিগনেচার স্টেপ’এ দুদিকে হাত ছড়িয়ে। যা সোশাল মিডিয়াতেও নানা সময় ট্রেন্ডিং। এবার তা থেকে খানিকটা সরে এসেই প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সুপারস্টার।
এদিন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন শাহরুখ। হাত জোর করে শাহরুখ বলেন সেই ভিডিওতে, “আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাই। একটা ছোট শহর থেকে উঠে এসে এভাবে দেশের চালিকাশক্তি হিসেবে নিজেকে তুলে ধরা ও একইসঙ্গে বিশ্বের দরবারে নিজেকে প্রতিষ্ঠা করা সত্যিই অনুপ্রেরণা জোগায় আমাদের। আপনার নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা আমাদের সবসময় উদ্বুদ্ধ করেছে। আপনার এই শৃঙ্খলাপরায়ন আমাদের দেশকে কয়েক কদম এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আগামিদিনেও।”
| On PM Modi’s 75th birthday, Superstar Shah Rukh Khan says, “Today, on the occasion of PM Modi’s 75th birthday, I extend my best wishes to him. Your journey from a small city to the global stage has been very inspiring. Your discipline, hard work and dedication towards…
— ANI (@ANI)
শাহরুখ ছাড়াও এদিন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে আমির লিখেছেন, “স্যার আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। দেশের অগ্রগতিতে আপনার ভূমিকা অনস্বীকার্য। আজকের এই দিনে আপনা দীর্ঘায়ু কামনা করি। আপনি আমাদের দেশকে এভাবেই আগামীতে এগিয়ে নিয়ে যান এই প্রার্থনা করি।”
উল্লেখ্য, এদিন বলিউডের দুই সুপারস্টার ছাড়াও প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘ত্যাগ ও নিষ্ঠার প্রতীক, লক্ষ লক্ষ দেশবাসীর অনুপ্রেরণা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর ৭৫তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা। পাঁচ দশকেরও বেশি সময় ধরে দেশবাসীর কল্যাণের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন মোদিজি। ‘রাষ্ট্র সবার আগে’ প্রতিটি নাগরিকের কাছে এই মতাদর্শের জীবন্ত অনুপ্রেরণা প্রধানমন্ত্রী।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.