সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় এখন আর থাকেন না শাহরুখ খান (Shahrukh Khan)। তবে মাঝেমধ্যে সারপ্রাইজ দিয়েই থাকেন। #AskSRK লিখে অনুরাগীদের প্রশ্ন করার সুযোগও দেন। আবার তাতে তির্যক প্রশ্ন করা হলে, মোক্ষম জবাব দিতেও জানেন বলিউডের বাদশা। “আপনিও বেকার হয়ে গেলেন নাকি আমাদের মতো?” এমনই প্রশ্ন করেছিলেন এক নেটিজেন। তার জবাবে শাহরুখ বিদ্রুপ করে লেখেন, “যাঁরা কিছুই করেন না… তাঁরা…”, আর এই কথার মাধ্যমেই যেন কিং খান বুঝিয়ে দিলেন যাঁদের কাজ নেই তাঁরাই এমন টুইট করেন।
Jo kuch nahi karte….woh…
Advertisement— Shah Rukh Khan (@iamsrk)
১৯৯২ সালের আজকের (শুক্রবার) দিনেই মুক্তি পেয়েছিল শাহরুখ খানের প্রথম ছবি ‘দিওয়ানা’ (Deewana)। ছবিতে শাহরুখ ছাড়াও ছিলেন ঋষি কাপুর ও দিব্যা ভারতী। তার ২৯ বছর পূর্ণ হয়েছে। সেই উপলক্ষ্যেই এই প্রশ্নোত্তর পর্ব করেছিলেন শাহরুখ। সেখানে কিং খানের আসন্ন রিলিজ নিয়েও প্রশ্ন করা হয়। “অদূর ভবিষ্যতে কোনও ঘোষণা করছেন?” এই প্রশ্ন করেছিলেন একজন। তার উত্তরে শাহরুখ লেখেন, “ঘোষণা লাউডস্পিকারে হয়… আমি খুব শান্তভাবেই আমার সিনেমার মাধ্যমে আপনাদের মন জয় করব।”
Loudspeakers make announcement….I will gently allow my films to enter your hearts….soon
— Shah Rukh Khan (@iamsrk)
এর কিছুক্ষণ পরেই আবার আরেক অনুরাগীর প্রশ্নের উত্তরে শাহরুখ জানান, বর্তমানে যা পরিস্থিতি তাতে রিলিজের বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। কারণ সেটা খুব আপেক্ষিক, সকলকে আরও একটু ধৈর্য রাখার পরামর্শ দেন কিং খান।
Right now with the situation I think it’s prudent to make film release schedules with a bit of patience
— Shah Rukh Khan (@iamsrk)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.