সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার প্রয়াত হয়েছেন মদেল, অভিনেত্রী শেফালি জরিওয়ালা (Shefali Jariwala Death)। মাত্র ৪২ বছর বয়সেই তাঁর এই জীবনের ছন্দপতন মেনে নিতে পারেননি তাঁর অনুরাগীরা। শনিবার মুম্বইতে সম্পন্ন হয় শেফালির শেষকৃত্য। শেফালিকে হাসপাতাল নিয়ে যাওয়া থেকে তাঁর শেষকৃত্য অবধি সবেতেই দেখা গিয়েছে ছবিশিকারিদের তুমুল ভিড়। কখনও তাঁদের হাত থেকে বাঁচতে গাড়িতে বসে মুখ ঢেকেছেন শেফালির স্বামী। কখনও আবার ব্যতিব্যস্ত হয়েছেন অভিনেত্রীর পরিবারের সদস্যরা তাঁর শেষ যাত্রার নিয়মাবলী পালন করতে গিয়ে। এবার পাপারাজ্জিদের একহাত নিলেন অভিনেতা বরুণ ধাওয়ান (Varun Dhawan)।
রবিবার নিজের ইনস্টাগ্রামে বরুণ একটি পোস্ট করেন। যেখানে ছিল অসম্ভব ক্ষোভ। সেই পোস্ট দেখেই বোঝা যাচ্ছে যে শেফালির মৃত্যুর খবর করা নিয়ে পাপারাজ্জিদের উদ্দেশ্য করেই তিনি এটি পোস্ট করেছেন। সেখানে বরুণ লিখেছেন, ‘ আবারও, একটি মৃত মানুষের মৃত্যুকে কীভাবে এতটা অমানবিকভাবে খবর করা হল। আমি বুঝি না কেন কোনও তারকা প্রয়াত হলে তাঁর মৃত্যু ও তাঁর পরিবারের শোককে খবর করার এত প্রয়োজন পড়ে? প্রত্যেকেই এর কারণে অপ্রস্তুত হয় পড়েন তবুও একাজ থামেনা। কীভাবে এটা সম্ভব? আমার সংবাদমাধ্যমের বন্ধুদের আমার অনুরোধ কারোর শেষ যাত্রা যাতে এভাবে খবর না করা হয় সেদিকে নজর রাখতে।’
এদিন বারবার শেফালির স্বামীকে দেখা গিয়েছে পাপারাজ্জিদের থেকে দূরে থাকতে ও তাঁদের অনুরোধ করতে এই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি না করার জন্য। কিন্তু কিছুতেই কিছু হয়নি। পরাগ রীতিমতো হাতজোড় করে সকলকে বলেছেন, ‘এমন বিষয়কে মজায় পরিণত করবেন না। আমি প্রত্যেককে অনুরোধ করছি দয়া করে ক্যামেরা বন্ধ করে আমার পরীর জন্য প্রার্থনা করুন।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.