সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কাঁটা লাগা’ ধুন আর শেফালির (Shefali Jariwala) শরীরী আবেদন, নেশাতুর করে তুলেছিল একটা গোটা প্রজন্মকে। মনে মনে তখন অনেকেরই দুঃসাহসী, বোল্ড সেই গ্ল্যামারাস মডেল-অভিনেত্রীকে পাওয়ার বাসনা ছিল। কিন্তু সেসব হাতছানি কাটিয়ে মাত্র বাইশ বছর বয়সেই প্রেমের মোহে ঘর বাঁধেন গায়ক হরমিত সিংয়ের সঙ্গে। কিন্তু সেই বিয়ে সুখকর হয়নি। দাম্পত্য ঝামেলা এমন পর্যায় পৌঁছয় যে একসময়ে প্রথম স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনেন শেফালি। পরবর্তীতে বিয়ে করেন ‘পবিত্র রিসতা’ ধারাবাহিক খ্যাত পরাগ ত্যাগীকে। একে-অপরকে যেন চোখে হারাতেন তাঁরা। কিন্তু সেই বিয়েতেও একসময়ে ভুল বোঝাবুঝি হয় সন্তান জন্ম দেওয়া নিয়ে!
শেফালি জরিওয়ালা চেয়েছিলেন মা ডাক শুনতে। সেই ইচ্ছে প্রকাশও করেছিলেন পরাগের কাছে। কিন্তু তিনি প্রথমটায় বুঝতে চাননি। পরে অবশ্য শেফালির মতে সায় দিয়ে সন্তান দত্তক নেওয়ার পরিকল্পনা করেন। সেই মাফিক আইনি প্রক্রিয়াও শুরু হয়। মাঝে বাদ সাধে কোভিড। থেমে যায় সন্তান দত্তক নেওয়ার প্রক্রিয়া। ‘কাটা লাগা’ গার্ল-এর ইচ্ছে ছিল, তাঁদের সংসারে আসুক একটি ফুটফুটে কন্যাসন্তান। মা হওয়ার ইচ্ছে থেকেই বাচ্চাদের সঙ্গেও সময় কাটাতে বেশ ভালোবাসতেন শেফালি। কিন্তু সেই ইচ্ছে অপূর্ণই রয়ে গেল তাঁর। মা ডাক আর শোনা হল না! শোনা যায়, হরমিতের সঙ্গে প্রথম বিয়ে যন্ত্রণাদায়ক হলেও পরাগ ত্যাগীর সঙ্গেই সুখের আস্তানা গড়ে তুলেছিলেন শেফালি জরিওয়ালা। এদিকে স্ত্রীর মৃত্যুর চব্বিশ ঘণ্টার মধ্যে পোষ্যকে নিয়ে হাঁটতে বেরিয়ে কটাক্ষের স্বীকার হতে হয় পরাগকে।
জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে শেফালির মৃত্যুর খবর আছড়ে পড়ায় যখন শোকাচ্ছন্ন অনুরাগীরাস, তখন রাত পোহাতেই তাঁর স্বামী পরাগ ত্যাগীকে পোষ্য নিয়ে প্রাতঃভ্রমণ করতে দেখে একাংশ কটাক্ষ করা শুরু করেন। তাঁদের কথায়, ‘স্ত্রী মৃত্যুতেও কোনও শোক-তাপ নেই!’ যদিও এদিন সকালে হাসপাতালে ঢোকার সময়ে কান্নায় ভেঙে পড়েন পরাগ ত্যাগী। ফটোশিকারিদের লেন্সের তাক দেখেও ক্ষোভ উগড়ে দিতে দেখা যায় তাঁকে। তবে এসবের মাঝেই কটাক্ষের শিরোনামে শেফালির স্বামী। এদিকে পরাগের পাশে দাঁড়িয়ে নিন্দুকদের একহাত নিয়েছেন বন্ধু তথা হিন্দি টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী রেশমি দেশাই। তাঁর কথায়, “সিম্বা তো শুধু ওদের পোষ্য ছিল না, শেফালির কাছে সিম্বা ছিল পুত্রসম। ওঁর আচমকা চলে যাওয়া পোষ্যের মনে শূন্যতার সৃষ্টি করেছে। তাই সকলের কাছে অনুরোধ, গোটা বিষয়টি না জেনে অযথা চর্চা করবেন না। এমনিতেই ওঁরা এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.