Advertisement
Advertisement
Shehnaaz Gill

শুটিংয়ের ফাঁকে কলকাতায় ভূরিভোজের প্ল্যান শেহনাজ-গিপ্পির, কেমন হচ্ছে নতুন পাঞ্জাবি ছবির কাজ?

কলকাতার পর এবার বাংলার কোথায় হচ্ছে শুটিং?

Shehnaaz Gill share her emotions about kolkata during singh vs kaur 2 shooting
Published by: Arani Bhattacharya
  • Posted:July 2, 2025 12:17 pm
  • Updated:July 2, 2025 5:50 pm   

শম্পালী মৌলিক: পাঞ্জাবি ছবি ‘সিং ভার্সেস কৌর ২’-এর শুটিংয়ে কয়েকদিন আগেই কলকাতায় এসেছেন শেহনাজ গিল ও গিপ্পি গ্রেওয়াল। জানা গিয়েছিল কলকাতার পাশাপাশি বাংলার বিভিন্ন প্রান্তে চলবে এই ছবির শুটিং। এই মুহূর্তে কলকাতার বর্ধমান রাজবাড়িতে চলছে ছবির শুটিং। কলকাতার নামি প্রযোজনা সংস্থা এসভিএফ এর সঙ্গে গাঁটছড়া বেঁধে হচ্ছে তাঁদের নতুন এই ছবির কাজ জানা যাচ্ছে এই ছবিতে নাকি বঙ্গতনয়ার ভূমিকায় অভিনয় করবেন শেহনাজ। চরিত্রের জন্য নাকি বাংলাও শিখছেন তিনি। আর তাঁকে বাংলা শেখাচ্ছেন বাংলারই এক অভিনেত্রী অলিভিয়া সরকার।

Advertisement

কলকাতার সঙ্গে এই ছবির একটা নিবিড় যোগও রয়েছে। তবে তা কীভাবে থাকবে সেই নিয়ে খুব বেশি মুখ খোলেননি কেউই। উল্লেখ্য এই ছবির প্রযোজনা করছে যৌথভাবে এসভিএফ এন্টারটেনমেন্ট ও গিপ্পির প্রযোজনা সংস্থা হাম্বল মোশন পিকচার্স। উল্লেখ্য, আগামী ৫ জুলাই পর্যন্ত বর্ধমান রাজবাড়ি ছাড়া কলকাতার বিভিন্ন জায়গায় চলবে এই ছবির শুটিং। কলকাতা ছাড়াও মুম্বই ও কানাডায় শুটিং হবে শেহনাজ ও গিপ্পির নতুন পাঞ্জাবি ছবির। সব ঠিক থাকলে চলতি বছরের অক্টোবরেই মুক্তি পাবে এই ছবি। 

এর আগেও গিপ্পি এবং শাহনাজকে একসঙ্গে জুটিতে দেখা দিয়েছে। অনেকদিন পর আবারও পর্দায় ফিরছেন তাঁরা। নতুন কাজ সম্পর্কে গিপ্পি বলেছেন, “আমরা এই সিক্যুয়েলের জন্য অনেকটা সময় নিয়েছি। সঠিক স্ক্রিপ্টের অপেক্ষায় ছিলাম আমরা। সেটা পাওয়ার পরই ফের জুটি বাঁধছি আমরা। তাছাড়া এই নিয়ে আমি দ্বিতীয়বার কলকাতায় এলাম। এর আগে আমি ২০১০-২০১১ সাল নাগাদ এখানে এসেছিলাম। আমার কলকাতার সেরা খাবারগুলো চেখে দেখার খুব ইচ্ছা রয়েছে। আমাদের প্রযোজক শ্রীকান্ত জি একবার শহরে ফিরলেই আমি আমার ‘চিট ডে’ শুরু করব এবং কলকাতার মিষ্টি চেখে দেখব।” 

অন্যদিকে শেহনাজ বলেন, “আমি বাংলা ভাষা শিখছি। আমার চরিত্রটা এই ছবিতে একজন বাঙালি মেয়ের। আমার কলকাতার অনেক কিছু এক্সপ্লোর করা বাকি। কলকাতার মানুষ, খাবার, তাঁদের উষ্ণ অভ্যর্থনা আমার ভীষণ ভালো লাগে। আমার কলকাতার কালীঘাট মন্দিরে যাওয়ার খুব ইচ্ছা আছে। এছাড়াও কলকাতার বিরিয়ানি ফুচকা ও রোল চেখে দেখার ইচ্ছা রয়েছে ভীষণ।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ