Advertisement
Advertisement
Shenaaz gill

কলকাতার প্রযোজনা সংস্থার সঙ্গে গাঁটছড়া শেহনাজ-গিপ্পির, অনুরাগীদের দেবেন বড় সারপ্রাইজ!

সময় গড়াতেই পরিষ্কার হল কলকাতায় আসার কারণ।

Shenaaz gill in kolkata for new film shooting
Published by: Arani Bhattacharya
  • Posted:July 1, 2025 12:43 pm
  • Updated:July 2, 2025 3:59 pm  

শম্পালী মৌলিক: সপ্তাহের শুরুতেই ভক্তদের বড়সড় সারপ্রাইজ দিলেন শেহনাজ গিল ও গিপ্পি গ্রেওয়াল। সোমবার কলকাতা বিমানবন্দরে দেখা গেল তাঁদের দু’জনকে। কিন্তু শহরে হঠাৎ কেন এলেন তাঁরা দু’জন। কোন চমক দেবেন তাঁরা অনুরাগীদের?

Advertisement

সোমবার কলকাতা বিমানবন্দরে দেখা মেলে শেহনাজ ও গিপ্পির। কলকাতায় বিমানবন্দরের বাইরে ছবিশিকারিদের ক্যামেরাবন্দি হন তাঁরা। শেহনাজকে দেখা যায় গোলাপি টপ, জিন্সে। মাথায় পরেছিলেন টুপি। প্রথমে বিমানবন্দরে সকলের নজর এড়াতে মুখে মাস্ক পরে থাকলেও তা পরে সরিয়ে দেন অভিনেত্রী। হাসিমুখে ক্যামেরায় পোজ দেন তিনি। গাড়িতে ওঠার পর কলকাতার পাপারাজ্জিদের ধন্যবাদ জানাতেও ভোলেন না। অন্যদিকে কলকাতায় এসে পাপারাজ্জিদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন গিপ্পি গ্রেওয়ালও। এদিন তাঁকে দেখা যায় সবুজ রঙা টি-শার্ট ও ট্রাউজারে। তাঁদের কলকাতায় আসার কারণ ঠিক কি তা জানতে মুখিয়ে ছিলেন সকলেই। সময় গড়াতেই তা পরিষ্কার হল।

আসলে কলকাতায় তাঁরা দু’জন এসেছেন তাঁদের নতুন ছবির শুটিংয়ে। তাঁদের নতুন পাঞ্জাবি ছবির শুটিং হবে কলকাতায়। ছবির নাম ‘সিং ভার্সেস কৌর ২’। এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে কলকাতার নামি প্রযোজনা সংস্থা এসভিএফ এন্টারটেনমেন্ট ও গিপ্পির প্রযোজনা সংস্থা হাম্বল মোশন পিকচার্স। মঙ্গলবার থেকে শুরু হয়েছে ছবির শুটিং। এই ছবির হাত ধরে বহুদিন পর একসঙ্গে কাজ করবেন শেহনাজ ও গিপ্পি। ফের জুটিতে দেখা যাবে তাঁদের। এই ছবির পরিচালক নবনীত সিং। কলকাতার বিভিন্ন লোকেশনে হবে ছবির শুটিং।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement