Advertisement
Advertisement
Raktabeej 2

দিদি-ভাইয়ের স্নেহময় মুহূর্ত! সীমা বিশ্বাসের সঙ্গে ‘রক্তবীজ ২’ ছবির অদেখা মুহূর্ত ভাগ করে নিলেন শিবপ্রসাদ

এবার নন্দিতা-শিবপ্রসাদ কোন বাস্তব ঘটনাকে পর্দায় ফুটিয়ে তুলবেন, সেটা এখনও অধরা।

shiboprosad mukherjee shared photos with seema biswas from raktabeej 2

ছ০বি: ফেসবুক

Published by: Arani Bhattacharya
  • Posted:August 3, 2025 3:21 pm
  • Updated:August 3, 2025 3:21 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তেইশের পুজোর বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল ‘রক্তবীজ’। এবারও পঁচিশের পুজোর পর্দায় কাঁপানোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। কারণ উৎসবের মরশুমেই মুক্তি পাবে ছবিটির সিক্যুয়েল। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন প্যাকড থ্রিলার ‘রক্তবীজ’ একের পর এক রেকর্ড গড়েছিল। বাংলার গণ্ডি পেরিয়ে জাতীয় স্তরেও বহুলপ্রশংসিত হয়েছে ‘পুলু’ ওরফে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভূমিকায় ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের অভিনয়। এবার সিকুয়েলে কোন চমক দেবেন টলিপাড়ার ‘হিট মেশিন’ পরিচালকদ্বয়, নজর থাকবে সেদিকে। প্রথম ছবিটিতে খাগড়াগড় বিস্ফোরণের ঘটনার প্রেক্ষাপটকে ব্যবহার করা হয়েছিল। এবার নন্দিতা-শিবপ্রসাদ কোন বাস্তব ঘটনাকে পর্দায় ফুটিয়ে তুলবেন, সেটা এখনও অধরা। তবে যা সামনে এল তা হল শুটিংয়ের ফাঁকে তোলা ছবি। সেখানে দেখা যাচ্ছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও স্বনামধন্য সীমা বিশ্বাসের অদেখা একটি ছবি।

Advertisement

সেই ছবিতে দেখা যাচ্ছে, ভাই শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে স্নেহ-ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন স্বনামধন্য অভিনেত্রী সীমা বিশ্বাস। অভিনেত্রীর সঙ্গে তোলা তোলা ছবি সোশাল মিডিয়ায় ভাগ করে নিলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সেই পোস্টে পরিচালক লিখেছেন, “রোববারের হামি। ‘রক্তবীজ ২’-এর শুটিংয়ের সময় আমার প্রিয় অভিনেত্রী সীমা বিশ্বাসের সাথে। প্রায় ২৮ বছর বাদে দুজনে আবার একসঙ্গে কাজ করলাম। প্রথমবার সহ-অভিনেতা হিসেবে অসমাপ্ত সিনেমা ‘লজ্জা’য়। দ্বিতীয়বার পরিচালক হিসেবে ‘রক্তবীজ ২’।”

 

উল্লেখ্য, পুজোর ছবি ‘রক্তবীজ ২’-এর অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশ্যে আসার পর একঝলক দেখেই বোঝা গিয়েছে ছবিতে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। সীমা বিশ্বাসের চরিত্রের সাজপোশাক দেখে দর্শকের অনুমান তাঁকে হয়তো এই ছবিতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে। তাঁর অভিব্যক্তি, পরনের ঢাকাই জামদানি শাড়ি ও মাথায় ঢাকা দেওয়ার ধরনে কিছুটা যেন সেরকমই লাগছে। আর সেখান থেকেই অনুরাগীদের মনে নানা প্রশ্ন জাগছে যে, তাহলে কি বঙ্গবন্ধুকন্যার চরিত্রেই দেখা যাবে তাঁকে? যদিও এই নিয়ে কোনও তথ্য এখনও সামনে আসেনি। উল্লেখ্য, ৩২ বছর পর পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে ফের কাজ করেছেন পর্দার ‘ব্যান্ডিট ক্যুইন’ সীমা বিশ্বাস। এর আগে তাঁরা অভিনয় করেছিলেন ‘লজ্জা’ ছবিতে মা ও ছেলের ভূমিকায়। চলতি বছরের মার্চ মাসেই কলকাতায় পা রেখেছিলেন অভিনেত্রী, শিবপ্রসাদের পরিচালনায় নতুন ছবিতে কাজ শুরুর জন্য। এরপর থেকেই নানা জল্পনা ও আগ্রহ জেগেছিল অনুরাগীদের মনে। এখন অপেক্ষা শুধু পুজোয় ‘রক্তবীজ ২’ ছবি মুক্তির।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ