Advertisement
Advertisement
Janhvi Kapoor

‘আজীবন সফল হও জানু’, মাতৃহারা জাহ্নবীর কান ডেবিউতে আবেগপ্রবণ হবু শাশুড়ি

পাহাড়িয়া পরিবারেও হবু বউমা জাহ্নবীর কদর কম নয়! কী লিখলেন শিখরের মা?

Shikhar Pahariya’s Mother Praises Janhvi Kapoor’s Cannes Look
Published by: Sandipta Bhanja
  • Posted:May 22, 2025 3:45 pm
  • Updated:May 22, 2025 4:14 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমবার কান ফিল্ম ফেস্টিভ্যালে জাহ্নবী কাপুর। আর পয়লাবারেই রূপের আগুনে পশ্চিমী বিনোদুনিয়ার চোখধাঁধিয়ে দিয়েছেন শ্রীদেবীকন্যা। ‘ধড়ক’ ছবি দিয়ে অভিষেক ঘটানোর পর জাহ্নবীর (Janhvi Kapoor) কপালে জুটেছিল নেপোকিড তকমা! তবে বিগত সাত বছরের ফিল্মি কেরিয়ারের গ্রাফে করণ জোহরের ‘দ্বিতীয় স্টুডেন্ট’ বুঝিয়ে দিয়েছেন তিনি লম্বা দৌড়ের ঘোড়া। কটুক্তি. সমালোচনা যতই আসুক, দমে যাওয়ার পাত্রী তিনি নন। তাই আদ্যোপান্ত বাণিজ্যিক সিনেমার হিরোইন থেকে নারীকেন্দ্রিক ছবির মুখ হিসেবেও নিজেকে অভিনেত্রী হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছেন জাহ্নবী কাপুর। এবার ফ্রেঞ্চ রিভেরাঁয় গিয়ে নতুন মাইলস্টোন গড়লেন অভিনেত্রী। আর সেই প্রেক্ষিতেই হবু বউমাকে নিয়ে আবেগপ্রবণ শিখর পাহাড়িয়ার মা স্ম্রুতি পাহাড়িয়া।

Advertisement

শ্রীদেবীকন্যার কান অভিষেকে বিগত দিন দুয়েক ধরেই নেটপাড়ায় শুভেচ্ছা জোয়ার। তবে শুভেচ্ছাবার্তার পাহাড়ে নজর কাড়ল শিখরের মায়ের পোস্ট। স্ম্রুতি পাহাড়িয়া লিখেছেন, ‘জানু তোমার অসাধারণ কান অভিষেকের জন্য অভিনন্দন। আরও অনেক সাফল্য আসুক তোমার ঝুলিতে। সবসময়ে এরকমই উজ্জ্বল থেকো।’ স্বাভাবিকভাবেই জাহ্নবীর উদ্দেশে হবু শাশুড়ির এহেন আবেগমাখা পোস্ট ইতিমধ্যেই ভাইরাল নেটপাড়ায়। উল্লেখ্য, বয়সের সঙ্গে যে পাল্লা দিয়ে জাহ্নবীর গ্ল্যামার বাড়ছে, তার অন্যতম প্রমাণ কান ফিল্ম ফেস্টিভ্যালের লাল গালিচা থেকে ভাইরাল হওয়া অভিনেত্রীর লুক। কখনও পিঠ খোলা গাউনে অনুরাগীদের মুগ্ধ করলেন আবার কখনও বা মা শ্রীদেবীর অনুকরণে ঘোমটা টানা লম্বা ঝুলের গোলাপি গাউনে দৃষ্টি আকর্ষণ করলেন। তবে এত লাইমলাইটের মাঝেও মন খারাপ অভিনেত্রীর। ফ্রেঞ্চ রিভেরাঁয় মা শ্রীদেবীকে মিস করছেন তিনি।

Janhvi Kapoor

পোশাকের ঝুলের জন্য অবশ্য গেঁরোয় পড়তে হয়েছে জাহ্নবীকে (Janhvi Kapoor)। কারণ চলতি বছর কানে নিয়মের কড়াকড়ি। জারি হয়েছে নয়া পোশাকবিধি। উৎসব কর্তারা বড় ঝুলের পোশাক পরায় নিষেধাজ্ঞা জারি করেছেন। এই ধরনের পোশাক পরলে কর্তব্যরত নিরাপত্তরক্ষীদের ভিড় সামলাতে অসুবিধে হয়। তাই বারণ ছিল। তবে সেই নিষেধাজ্ঞা উড়িয়ে দু দিনই বড় ঝুলের পোশাক পরে রেড কার্পেটে ধরা দেন জাহ্নবী কাপুর। আর হবু বউমাকে দেখে কলম ধরলেন গর্বিত স্ম্রুতি পাহাড়িয়া।

প্রসঙ্গত, শিখর পাহাড়িয়ার সঙ্গে জাহ্নবী কাপুরের প্রেম আর রাখঢাক নেই। বিটাউনের হাইপ্রোফাইল থেকে আম্বানিদের রেড কার্পেট সর্বত্র শিখরের হাত ধরে ঘোরেন তিনি। বাবা বনি কাপুরের তরফেও সবুজ সংকেত রয়েছে জাহ্নবী-শিখরের সম্পর্কে। তাঁদের রসায়ন মন কেড়েছে ভক্তদেরও। পাহাড়িয়া পরিবারেও নাকি হবু বউমা জাহ্নবীর কদর কম নয়! অভিনেত্রী যখন হাসপাতালে ভর্তি ছিলেন, তখনও সারা রাত তাঁর পাশে থেকেছেন প্রেমিক শিখরের মা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ