Advertisement
Advertisement
Shilpa Shetty

আর্থিক জালিয়াতির অভিযোগে জেরবার, এবার বান্দ্রার বিখ্যাত রেস্তরাঁ বন্ধের সিদ্ধান্ত শিল্পার

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার।

Shilpa Shetty Shuts Down Her Iconic Restaurant Bastian Bandra Amid Rs 60 Crore Cheating Case
Published by: Arani Bhattacharya
  • Posted:September 3, 2025 11:17 am
  • Updated:September 3, 2025 11:18 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা একেবারেই ভালো যাচ্ছে না শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার। কয়েক সপ্তাহ আগে আর্থিক জালিয়াতির অভিযোগে অভিযুক্ত হওয়ার পর এবার মুম্বইয়ের বান্দ্রা এলাকায় নিজেদের বহু পুরনো ও জনপ্রিয় রেস্তরাঁ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন শিল্পা-রাজ। এই খবর নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে নিয়েছেন শিল্পা নিজেই।

Advertisement

মঙ্গলবার, নিজের ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে একটি পোস্ট শেয়ার করে শিল্পা এই খবর জানান। অভিনেত্রী সেখানে লেখেন, ‘এই বৃহস্পতিবার একটা যুগের সমাপ্তি হবে, যেহেতু আমরা মুম্বইয়ের সবচেয়ে আইকনিক রেস্তরাঁকে বিদায় জানাব সেদিন। ‘বাস্তিয়ান বান্দ্রা’ রেস্তরাঁ, যা আমাদের অসংখ্য মুহূর্ত উপহার দিয়েছে। এই শহরের রাতের প্রাণকেন্দ্র এবার চিরবিদায় নেবে। তবে বিদায় জানানোর আগে এই রেস্তরাঁর সঙ্গে জুড়ে থাকা প্রতিটি মানুষকে। প্রত্যেক পৃষ্ঠপোষককে নিয়ে একটি বিশেষ সন্ধ্যার আয়োজন করেছি আমরা। শেষবার বাস্তিয়ানে আমরা একটা ভালো সময় কাটাব।’

উল্লেখ্য, টিনসেল টাউনের এই কাপলের নাম বিতর্কের কারণে শিরোনামে এসেছে একাধিকবার। রাজ ও শিল্পা ৬০ কোটি টাকার প্রতারণা করেছেন। এমনই চাঞ্চল্যকর অভিযোগ এনে এফআইআর করেছেন মুম্বইয়ের এক ব্যবসায়ী। তাঁর দাবি, শিল্পা ও রাজের বর্তমানে বন্ধ হয়ে যাওয়া সংস্থা বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেডে তিনি ৬০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। যদিও সেই টাকা আত্মসাৎ করেছেন শিল্পা এবং তাঁর স্বামী রাজ। যা নিয়ে যথেষ্ঠ বিড়ম্বনায় রয়েছেন দু’জনেই। অবশ্য শিল্পা-রাজকে নিয়ে বিতর্ক এই প্রথমবার নয়। এর আগেও নীলছবির ব্যবসায় যুক্ত থাকার অভিযোগ ওঠে রাজের বিরুদ্ধে। এবার

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ