Advertisement
Advertisement
Shilpa Shetty

‘আপনারা গুজব ছড়ান, আমরা বরং খাবার দিই’, রেস্তরাঁ বন্ধের জল্পনায় মুখ খুলল শিল্পা শেট্টির টিম

শিল্পা শেট্টির রেস্তরাঁ নিয়ে নতুন খবর।

Shilpa Shetty's Bastian Not Shutting Down? Actor Finally Breaks Silence
Published by: Sandipta Bhanja
  • Posted:September 3, 2025 9:47 pm
  • Updated:September 3, 2025 9:47 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাজেয়াপ্ত ১০০ কোটির সম্পত্তি। বিতর্কে স্বামী রাজ কুন্দ্রা! শিল্পা শেট্টির পরিবারে ‘অভিশাপ’ যেন কিছুতেই কাটতে চাইছে না। এবার জল্পনা, অভিনেত্রীর বান্দ্রার জনপ্রিয় রেস্তরাঁ বন্ধ হয়ে নাকি যাচ্ছে! আসলে অভিনেত্রীর এক ইনস্টা পোস্ট থেকেই এহেন জল্পনার সূত্রপাত। শিল্পা জানিয়েছিলেন, তাঁর স্বপ্নের ‘বাস্তিয়ান’কে এবার বিদায় জানানোর পালা। সেই আইকনিক রেস্তরাঁয় শেষবারের মতো ভালো একটা সন্ধে কাটানোর ইচ্ছেপ্রকাশ করেছিলেন শিল্পা শেট্টি। আর সেই পোস্ট ভাইরাল হতেই নেটপাড়ায় বাস্তিয়ান বন্ধ হয়ে যাওয়ার জল্পনা তুঙ্গে! পরিস্থিতি বেগতিক দেখে এবার মুখ খুলল অভিনেত্রীর রেস্তরাঁর টিম।

Advertisement

‘বাস্তিয়ান মুম্বই’ টিমের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, আসলে রেস্তরাঁ বন্ধ হচ্ছে না। খোলনলচে বদলে নতুন অবতারে আসছে এই জনপ্রিয় ফুড,এবং আড্ডা জয়েন্ট। রেস্তরাঁর নতুন নাম ‘আম্মাকাই’। বান্দ্রাতেই এবার মায়ের হাতের সেরা দক্ষিণী খাবার পরিবেশন করবে টিম বাস্তিয়ান। অক্টোবর মাসের মাঝামাঝি সময় থেকে এই রেস্তরাঁ নতুনভাবে খুলতে চলেছে বলে জানা গেল। পাশাপাশি জুহুতে থাকছে বাস্তিয়ান বিচ ক্লাব। আর সেই বিবৃতিতেই রেস্তরাঁ কর্তৃপক্ষ জানিয়েছেন, আপনারা গুজব ছড়ান, আমরা বরং অতিথিদের চা পরিবেশন করি। আমাদের ব্র্যান্ড এবার পুরনো ইনিংস শেষ করে নতুন অধ্যায় শুরু করতে চলেছে।

মঙ্গলবার, নিজের ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে একটি পোস্ট শেয়ার করে শিল্পা এই খবর জানান। অভিনেত্রী সেখানে লেখেন, ‘এই বৃহস্পতিবার একটা যুগের সমাপ্তি হবে, যেহেতু আমরা মুম্বইয়ের সবচেয়ে আইকনিক রেস্তরাঁকে বিদায় জানাব সেদিন। ‘বাস্তিয়ান বান্দ্রা’ রেস্তরাঁ, যা আমাদের অসংখ্য মুহূর্ত উপহার দিয়েছে। এই শহরের রাতের প্রাণকেন্দ্র এবার চিরবিদায় নেবে। তবে বিদায় জানানোর আগে এই রেস্তরাঁর সঙ্গে জুড়ে থাকা প্রতিটি মানুষকে। প্রত্যেক পৃষ্ঠপোষককে নিয়ে একটি বিশেষ সন্ধ্যার আয়োজন করেছি আমরা। শেষবার বাস্তিয়ানে আমরা একটা ভালো সময় কাটাব।’ এবার জানা গেল, শিল্পার বাস্তিয়ান আসছে, তবে নতুন রূপে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ