Advertisement
Advertisement
Shruti Das-Aratrika Maity

গুঞ্জনে পড়ল সিলমোহর, ছোট পর্দায় ফিরছেন শ্রুতি, দোসর আরাত্রিকা

কোন চরিত্রে দেখা যাবে দু'জনকে?

Shruti Das and Aratrika Maity will share screen in television soon

ছবি: ফেসবুক।

Published by: Arani Bhattacharya
  • Posted:August 14, 2025 4:41 pm
  • Updated:August 14, 2025 4:41 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুঞ্জন অনেকদিন ধরেই ছিল এবার তাতে সিলমোহর পড়ল। বড় পর্দা ও ওয়েব প্ল্যাটফর্মে চুটিয়ে কাজ করার পর এবার আবারও ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী শ্রুতি দাস। নিজের নতুন কাজ নিয়ে ইতিমধ্যেই সংবাদমাধ্যমে ছোট পর্দায় নতুন ধারাবাহিকে ফেরার খবর নিশ্চিত করেছেন শ্রুতি। সুশান্ত দাসের পরিচালনা ও প্রযোজনায় জি বাংলার নতুন ধারাবাহিকে দেখা যাবে এবার শ্রুতিকে।

Advertisement

নতুন ধারাবাহিক নিয়ে বলতে গিয়ে সংবাদমাধ্যমে শ্রুতি জানিয়েছেন, ‘এবার এই ধারাবাহিকের চরিত্র এর আগে অভিনয় করা চরিত্রগুলি থেকে অনেকটা আলাদা। শেষ ধারাবাহিক করার পর অনেক ধারাবাহিকের অফার এলেও তার চরিত্র পছন্দ না হওয়ার কারণেই সেভাবে ছোট পর্দায় ফেরা হয়নি তাঁর। তবে এবারের চরিত্র তাঁর বড্ড মনে ধরেছে। তাঁর চরিত্রের নাম ‘নিশা’। যার জীবনের মূল উদ্দেশ্য হল যে কোনও উপায়ে টাকা উপার্জন করা এবং জীবনে কোটিপতি হওয়া।

তবে এখানেই শেষ নয়, থাকছে আরও চমক। এই নতুন ধারাবাহিকে শ্রুতির সঙ্গে থাকবেন অভিনেত্রী আরাত্রিকা মাইতিও। এই প্রথম একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে শ্রুতি ও আরাত্রিকাকে। পর্দায় তাঁরা দুই বোনের চরিত্রে অভিনয় করবেন। ধারাবাহিকে আরাত্রিকার চরিত্রের নাম ‘উজি’। যার জীবনের মূল লক্ষ্য হল একজন সৎ ও আদর্শ মানুষ হয়ে ওঠা। এতদিন যে ধরনের চরিত্রে অভিনয় করেছেন আরাত্রিকা তার থেকে এই চরিত্র অনেকটাই আলাদা বলে জানিয়েছেন সংবাদমাধ্যমকে অভিনেত্রী। ‘নিশা’ ও ‘উজি’ দুই বিপরীত চরিত্রকেই ফুটিয়ে তোলা হবে এই ধারাবাহিকে। উল্লেখ্য, দুই অভিনেত্রীই শেষ ধারাবাহিকের পর কাজ করে ফেলেছেন তাবড় পরিচালকদের সঙ্গে। কিছু মাস আগেই আরাত্রিকা শেষ করেছেন তাঁর শেষ ধারাবাহিক ‘মিঠিঝোরা’। এই ধারাবাহিক শেষ করার পর সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী। অন্যদিকে শ্রুতি বছরখানেক আগে শেষ করেছেন ‘রাঙা বউ’ ধারাবাহিক। এখন দুই পছন্দের অভিনেত্রীকে একসঙ্গে ছোট পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ