Advertisement
Advertisement
Shruti Hassan

‘সাবধান! ভুল করেও আমার কোনও পোস্টে সাড়া দেবেন না’, হঠাৎ কেন এমন বললেন শ্রুতি হাসান?

কেন এমন বললেন অভিনেত্রী?

Shruti Hassan x handle hacked
Published by: Arani Bhattacharya
  • Posted:June 25, 2025 9:03 am
  • Updated:June 25, 2025 9:17 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সাবধান! আমি ভেবে ভুল করেও কোনও পোস্টে সাড়া দেবেন না।’ নিজের এক্স হ্যান্ডেল হ্যাক হয়ে যাওয়ার পর এমনই সাবধান বাণী দিলেন অভিনেত্রী শ্রুতি হাসান। শুধু তাই নয় ভক্তদের তিনি সাবধান করে আরও বলেছেন যে, তাঁর প্রোফাইল থেকে কোনওরকম মাইক্রোব্লগিং লিঙ্ক পাঠানো হলে অনুরাগীরা তা যেন কোনওভাবেই অ্যাকসেপ্ট না করেন। মঙ্গলবার একথা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই। সাবধানবাণী দিয়েছেন তিনি তাঁর ভক্তদের। 

এদিন এই পোস্টে শ্রুতি লেখেন, ‘ আপনাদের সকলকে জানাচ্ছি যে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। ওই অ্যাকাউন্ট থেকে যাবতীয় যা পোস্ট করা হচ্ছে তা আমি করছি না। সুতরাং কোনও পোস্ট দেখে কোনওরকম আলাপ আলোচনায় যাবেন না ওই প্রোফাইলে।’ ২৩ জুন শেষ পোস্ট করেন শ্রুতি তাঁর এক্স হ্যান্ডেলে। সেখানে তিনি লিখেছিলেন, ‘আমিই কি একমাত্র যে বিষণ্ণ ও বৃষ্টিবহুল আবহাওয়ায় অনেক বেশি উৎফুল্ল ও পজিটিভ থাকি?’ এটাই ছিল অভিনেত্রীর করা শেষ পোস্ট। তারপরেই তাঁর এক্স হ্যান্ডেল হ্যাক হওয়ার মতো দুর্ঘটনা ঘটে।

সম্প্রতি ‘ঠগ লাইফ’র অডিও লঞ্চে একটি ধামাকাদার একটা পারফর্ম্যানসের মাধ্যমে সকলকে মুগ্ধ করেছেন শ্রুতি। ছবির পুরো কাস্টের সঙ্গে চেন্নাইয়ে ছবির অডিও লঞ্চে মঞ্চ ভাগ করে নিয়েছেন শ্রুতি। ছিলেন বিশিষ্ট সুরকার এ আর রহমানও। লোকেশ কানাগরাজের কুলি ছবিতে এর পর দেখা যাবে শ্রুতিকে। এই ছবিতে শ্রুতি ছাড়াও রয়েছেন রজনীকান্ত, নাগার্জুনা প্রমুখ। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement