Advertisement
Advertisement

Breaking News

Sidharth-Kiara

‘মেয়ের ছবি তুলবেন না’, ছবিশিকারিদের মিষ্টিমুখ করিয়ে বিধিনিষেধ জারি সিদ্ধার্থ-কিয়ারার

সেলেব মা-বাবাদের ট্রেন্ডে গা ভাসালেন সিদ্ধার্থ-কিয়ারাও।

Sidharth, Kiara Share Sweet Boxes With Paparazzi, Request ‘No Pictures’
Published by: Sandipta Bhanja
  • Posted:July 17, 2025 7:36 pm
  • Updated:July 17, 2025 7:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মের আগে থেকেই সেলেবকিডদের লাইমলাইটে থাকা নতুন বিষয় নয়! সে জেহ-তৈমুর, রাহা হোক কিংবা ভামিকা-অকায়, সুপারস্টার মা-বাবাদের পাশাপাশি তাঁদের নিয়েও দর্শক-অনুরাগীদের কৌতূহলের অন্ত নেই। বিশেষ করে তারকাসন্তানদের মুখ দেখার জন্য মুখিয়ে থাকেন তাঁরা। তবে সন্তানের মুখ প্রকাশ্যে আনা নিয়ে আবার ফিল্মিদুনিয়ার তারকারা সবসময়ই নিমরাজি। ‘পাপারাজ্জি এলার্জি’ বিষয়টা যে দিন দিন আরও প্রকট হয়ে উঠছে, সেটা বললেও অত্যুক্তি হয় না। গ্ল্যামার দুনিয়ায় বিরাট-অনুষ্কা প্রথম সন্তানদের জন্য ‘নো ফটো পলিসি’ শুরু করেছিলেন। সেই ট্রেন্ডে গা ভাসিয়েছেন রণবীর-দীপিকা, বর্তমানে রণবীর-আলিয়াও। এবার সেই তালিকাতেই নবতম সংযোজন সিদ্ধার্থ-কিয়ারাও।

Advertisement

মঙ্গলবার রাতেই সুখবর মিলেছিলে যে সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানির সংসারে লক্ষ্মীর আগমন ঘটেছে। আর বুধবার দুপুরে সব সামলে তারকাদম্পতি নিজেই জানিয়েছেন যে, ‘চিরতরে আমাদের জীবন বদলে গেল, আমাদের ঘরে কন্যা সন্তান এসেছে।’ তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ছবিশিকারিদের মিষ্টিমুখ করিয়ে নতুন বিধিনিষেধ জারি করলেন তারকাদম্পতি। কন্যাসন্তান হওয়ায় গোলাপি রঙের প্যাকেটে মুড়ে পাপারাজ্জিদের সকলকে ব্যক্তিগতভাবে মিষ্টি পাঠিয়েছেন তাঁরা। আর তার সঙ্গে জুড়ে দেওয়া কার্ডে অনুরোধ- ‘আমাদের কন্যাসন্তান এসেছে। এই মুহূর্তটাকে আরও বিশেষভাবে উদযাপনের জন্য মিষ্টি পাঠালাম। দয়া করে কোনও ছবি তুলবেন না। শুধু আমাদের মেয়েকে আশীর্বাদ করুন।’ প্রসঙ্গত, এই একইভাবে রণবীর-দীপিকাও পাপারাজ্জিদের আমন্ত্রণ জানিয়ে মেয়ে দুয়ার সঙ্গে পরিচয় করিয়েছিলেন। তবে সেইসঙ্গে তাঁদেরও অনুরোধ ছিল, মেয়ের ছবি যাতে না তোলা হয়। বিরুষ্কাও প্রথম সন্তান ভামিকার জন্মের পর থেকেই এই বিধিনিষেধ জারি করেছিলেন। এবার সেলেব মা-বাবাদের ট্রেন্ডে গা ভাসালেন সিদ্ধার্থ-কিয়ারাও।

প্রসঙ্গত, গত ১২ জুলাই দুপুরে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই সুখবরের অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। শেষমেশ ১৫ জুলাই রাতে তারকাদম্পতির মা-বাবা হওয়ার খবর প্রকাশ্যে এল। তারপর থেকেই অনুরাগীরা সিদ্ধার্থ-কিয়ারার প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিলেন। বুধবার দুপুরে সোশাল মিডিয়ায় অনুষ্ঠানিকভাবে কন্যাসন্তানের মা-বাবা হওয়ার খবর দিলেন তাঁরা। সেই পোস্টেই বলিউডের সহকর্মী-বন্ধুরা শুভেচ্ছার জোয়ারে ভাসিয়ে দিয়েছেন। সদ্যোজাত এবং অভিনেত্রী দুজনেই ভালো রয়েছেন বলে ঘনিষ্ঠ সূত্র মারফৎ খবর। বুধবার বেলা বাড়তেই নাতনিকে দেখার জন্য হাসপাতালে পৌঁছে গিয়েছেন সিদ্ধার্থের মা-বাবা। তারকাদম্পতির ঘনিষ্ঠ বন্ধু তথা ‘গুরুজন’ করণ জোহর ইনস্টাস্টোরিতে লিখেছেন, ‘সিদ্ধার্থ-কিয়ারা তোমাদের দু’জনকেই অসংখ্যা শুভেচ্ছা এবং ভালোবাসা। এটা জীবনের সেরা অনুভূতি। আমার বিশ্বাস তোমারা দুজনেই খুব ভালো মা-বাবা হবে।’ সিদ্ধার্থের বন্ধু তথা ‘হাসি তো ফাসি’ সহ-অভিনেত্রী পরিণীতি চোপড়াও শুভেচ্ছা জানিয়েছেন। সামান্থা রুথ প্রভুও সিদ্ধার্থ-কিয়ারার মা-বাবা হওয়ার খবরে খুশিতে ডগমগ। সুনীল গ্রোভার তারকাদম্পতির পোস্টে লিখেছেন, দারুণ খবর! মা-বাবাকে শুভেচ্ছা। অনন্যা পাণ্ডেও যে আনন্দে আত্মহারা সেটা কমেন্ট বক্সে তাঁর মন্তব্য দেখেই বেশ বোঝা গেল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement