Advertisement
Advertisement

Breaking News

Simi Garewal

‘পার্লামেন্টের অর্ধেকের চেয়েও রাবণ বেশি শিক্ষিত’, দশানন স্তুতিতে ভয়াবহ কটাক্ষের শিকার সিমি গরিওয়াল

দশেরায় নেটপাড়াজুড়ে চর্চায় প্রবীণ অভিনেত্রীর পোস্ট।

Simi Garewal praise Ravan on Dussehra, faces backlash
Published by: Sandipta Bhanja
  • Posted:October 3, 2025 1:17 pm
  • Updated:October 3, 2025 1:17 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দশেরা মানেই অশুভ শক্তির বিনাশ। আশ্বিনের শুক্লা দশমী তিথিতে এই দিনেই রাবণ নিধন করে ধর্ম ও ন্যায়ের প্রতিষ্ঠা করেছিলেন রাম। সেই নিয়মানুসারেই যুগ যুগ ধরে নবরাত্রির অন্তিম লগ্নে রাবণদহন পালন হয়ে আসছে। বিরাট পাণ্ডিত্য এবং জ্ঞানের অধিকারী হওয়া সত্ত্বেও সীতা-অপহরণের জন্য পুরাণ-মহাকাব্যে তিনি ‘ভিলেন’। আর দশেরায় সেই ‘খলনায়কে’র প্রশংসা করেই মহাবিপাকে পড়লেন সিমি গরিওয়াল।

Advertisement

দশেরা শুভেচ্ছা জানাতে গিয়ে দশাননের ভূয়সী প্রশংসা করেছেন প্রবীণ অভিনেত্রী। সেই প্রেক্ষিতেই বর্তমানে সোশাল পাড়ায় সিমিকে নিয়ে গেল গেল রব উঠেছে! কী এমন লিখেছিলেন তিনি? সিমির পোস্টে উল্লেখ, “প্রিয় রাবণ, প্রতি বছর এই দিনটিতে আমরা অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির জয় উদযাপন করি। কিন্তু যুক্তি দিয়ে বললে, আপনার আচরণ দেখে আপনাকে আর খারাপ বলা যায় না। বরং সামান্য দুষ্টু বলা যেতে পারে। আপনি কী বা এমন করেছিলেন? হ্যাঁ, আমি মানছি আপনি একজন নারীকে অপহরণ করেছিলেন। তবে তার পরও আপনি তাঁকে যে সম্মান দিয়েছিলেন, সেটা আজকের দুনিয়ায় কোনও নারীই পান না। আপনি তাঁকে ভালো খাবার খাইয়েছেন। আশ্রয় দিয়েছেন এবং তাঁর নিরাপত্তার জন্যে মহিলা নিরাপত্তারক্ষীদেরও রেখেছিলেন (যদিও তারা দেখতে তেমন ভালো ছিল না)। আপনি তো নম্রভাবেই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তবে প্রত্যাখ্যাত হয়ে কোনওদিন তাঁর মুখে অ্যাসিড তো ছোড়েননি।”

ওই পোস্টেই সিমি গরিওয়ালের সংযোজন, “এমনকী যখন আপনাকে ভগবান রাম হত্যা করলেন, তখনও আপনি বুদ্ধিমানের মতো ক্ষমা চেয়ে নিয়েছিলেন। আমার বিশ্বাস, আমাদের দেশে পার্লামেন্টের অর্ধেকের চেয়েও আপনি বেশি শিক্ষিত। আপনাকে পুড়িয়ে ফেলার সত্যিই কোনও মানে হয় না। শুভ দশেরা।” সিমির এহেন পোস্টই আপাতত নেটপাড়ার আতসকাচে। রাবণস্তুতি করার ভয়াবহ কটাক্ষের মুখে পড়তে হচ্ছে তাঁকে। কারও মন্তব্য, ‘আপনি হয়তো বাল্মিকী রামায়ণ পড়েননি।’ কারও কটাক্ষ, ‘আপনি বড়ই হীনমন্যতায় ভোগা মানুষ!’ আবার কেউ বললেন, ‘সিমি, রাবণ আপনাকে অপহরণ করলে এসব রোম্যান্টিসিজম বেরিয়ে যেত!’ এহেন নানা কটু কথায় ছেয়ে গিয়েছে প্রবীণ অভিনেত্রীর পোস্ট। যদিও সিমি গরিওয়াল এখনও নিরুত্তর, তবে লাগাতার কটাক্ষের জেরে ওই পোস্ট ডিলিট করে ফেলেছেন তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ