Advertisement
Advertisement
Javed Ali

‘পাকিস্তানি শিল্পীদের সঙ্গে গাইব না’, ফিল্ম সংগঠনের হুঁশিয়ারির পরই বেঁকে বসলেন জাভেদ আলি

দুবাইয়ের কনসার্টে অংশ নিচ্ছেন না গায়ক।

Singer Javed Ali Denies Sharing Stage With Pakistani Artistes After FWICE Warns Him
Published by: Sandipta Bhanja
  • Posted:August 9, 2025 12:43 pm
  • Updated:August 9, 2025 12:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও সন্ত্রাসের পর দুই প্রতিবেশী দেশের সম্পর্কে টানাপোড়েন আরও বেড়েছে, বই কমেনি! ভারতীয় নাগরিকদের ধর্ম দেখে নির্বিচারে হত্যা করার ঘটনায় ‘সাম্প্রদায়িক বিভাজন’ নীতিতে ছেয়ে গিয়েছিল নেটপাড়া। পাকিস্তানের বিরুদ্ধে নতুন করে ভারতের মনে ক্ষোভ-বিদ্বেষের সঞ্চার হয়েছে। যার রেশ পড়েছে দুই দেশের বিনোদুনিয়াতেও। ভারতীয় সিনেজগতে পাকিস্তানি শিল্পীদের চিরতরে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সিনে সংগঠন। যার জেরে এদেশে মুক্তি পায়নি ফাওয়াদ খানের আবির গুলাল। অন্যদিকে একাধিক পাকশিল্পী থাকায় ভারতে আটকে দেওয়া হয়েছে দিলজিৎ দোসাঞ্ঝের ‘সর্দারজি ৩’। সেকারণে অবশ্য কম রোষানলে পড়তে হয়নি পাঞ্জাবি পপস্টারকে। এবার বলিউড ফেডারেশনের নিশানায় জাভেদ আলি।

Advertisement

৩১ আগস্ট ‘দুবাই অপেরা’তে যোগ দেওয়ার কথা ছিল জাভেদের। তার প্রাক্কালেই ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ-এর তরফে গায়ককে একটি চিঠি পাঠিয়ে সতর্ক করে দেওয়া হয়। FWICE-এর দাবি, দুবাইয়ের কনসার্টে উস্তাদ গোলাম আলি এবং আমির গোলাম আলিরাও যোগ দিচ্ছেন। ওই একই মঞ্চে ভারতীয় গায়ক হিসেবে জাভেদ আলি যোগ দেওয়ার অর্থ বলিউড সংগঠনের নিয়মের বিরুদ্ধাচরণ করা। উল্লেখ্য, পহেলগাঁও সন্ত্রাসের পর ফেডারেশনের তরফে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে, ভবিষ্যতে কেউ পাক মুলুকের শিল্পীর সঙ্গে কাজ করলে তাঁকে চিরতরে নিষিদ্ধ করা হবে। সেকথাই জাভেদকে পাঠানো চিঠিতে মনে করিয়ে দিয়েছে FWICE। শুধু তাই নয়, গায়ককে আবারও তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখার কথাও বলা হয়েছে। তার জবাবেই ফেডারেশনকে জাভেদ আলি জানিয়েছেন, “আমি উস্তাদ গোলাম আলি, আমির গোলাম আলি এবং অন্য কোনও পাক শিল্পীর সঙ্গে পারফর্ম করছি না। আমার মনে হয় অনুষ্ঠানের ধরন সম্পর্কে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।”

গায়কের মন্তব্য, “এটা যৌথ পারফরম্যান্স নয়। আমি ওঁদের সঙ্গে মঞ্চও ভাগ করে নেব না। আসলে দুবাইতে গজল এবং সুফি কনসার্টের আয়োজন করা হয়েছে। যেখানে বিশ্বব্যাপী শিল্পীরা যোগ দেবেন। সকলের পারফরম্যান্সের জন্য আলাদা সময়ও বেঁধে দেওয়া হয়েছে। তবে আপনাদের চিঠির পর ‘দুবাই অপেরা’তে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি। একজন শিল্পী এবং গর্বিত ভারতীয় হিসেবে আমার কাছে দেশ আগে। আর সেটাই থাকবে। তবে অনুষ্ঠানের ফরম্যাট সম্পর্কিত ধারণা যদি আপনাদের থাকত, তাহলে শিল্পী হিসেবে আমার অভিপ্রায় নিয়ে প্রশ্ন তুলতেন না।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement