Advertisement
Advertisement
Lucky Ali

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যে বিতর্কের ঝড়, ‘হিন্দু ভাই-বোন’দের কাছে ক্ষমা চাইলেন লাকি আলি

কী এমন লিখেছিলেন সংগীতশিল্পী?

Singer Lucky Ali Apologises for this reason | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:April 12, 2023 9:39 am
  • Updated:April 12, 2023 9:39 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রাহ্মণদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে বিপাকে লাকি আলি (Lucky Ali)। নেটদুনিয়ায় তুমুল সমালোচিত সংগীতশিল্পী। চাপের মুখে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ‘হিন্দু ভাই-বোন’দের কাছে চাইলেন ক্ষমা।

Advertisement

Lucky-Ali_web

সোশ্যাল মিডিয়াতেই লাকি লিখেছিলেন, “ব্রাহ্মণ শব্দের উৎস ব্রহ্ম যা আব্রাম থেকে এসেছে… এটি আবার আব্রাহাম বা ইব্রাহিম থেকে নেওয়া হয়েছে। তাই ব্রাহ্মণরা ইব্রাহিম আলাহিসলামের উত্তরসূরি। যিনি সমগ্র বিশ্বের অধিপতি। তাহলে কোনও কারণ ছাড়া নিজেদের মধ্যে এত লড়াই ও ঝগড়া কেন?”

Lucky-Ali-old-Post

[আরও পড়ুন: ‘টাইগার ভার্সেস পাঠান’ ছবিতে ভিলেন হলিউডের জনপ্রিয় সুপারহিরো! জল্পনা তুঙ্গে]

বর্ষীয়ান গায়কের এই মন্তব্যেই শোরগোল পড়ে যায়। ক্ষিপ্ত হয়ে ওঠেন নেটিজেনদের একাংশ। এমন মন্তব্যের মাধ্যমে হিন্দুদের অপমান করেছেন লাকি আলি, এমন অভিযোগ করা হয়। চাপের মুখে পড়ে নিজের টুইট ডিলিট করেন লাকি আলি। তারপরই নতুন টুইটের মাধ্যমে ক্ষমা চান।

Lucky Ali

নিজের নতুন বক্তব্যে সংগীতশিল্পী লেখেন, “আমার আগের মন্তব্যে বিতর্কের সৃষ্টি হয়েছে তা আমি বুঝতে পেরেছি। কারও হতাশা বা রাগের কারণ হওয়ার অভিপ্রায় আমার একেবারেই ছিল না আর এর জন্য আমি অত্যন্ত দুঃখিত। আমি ঐক্যের কথা বলতে চেয়েছিলাম। তবে বুঝতে পারছি যা বলতে চেয়েছিলাম তা বোঝাতে পারিনি। আগামীতে আমি কী লিখছি তা নিয়ে সতর্ক থাকব। তবে ইতিমধ্যেই আমি আমার হিন্দু ভাই-বোনদের ভাবাবেগে আঘাত করেছি। আর এর জন্য খুবই দুঃখিত। তোমাদের সবাইকে ভালবাসি।”

Lucky-Ali-new-Post

[আরও পড়ুন: ‘পয়লা বৈশাখ কোনও ধর্মের নয়’, ‘মঙ্গল শোভাযাত্রা’ বন্ধের নোটিসে মৌলবাদীদের পালটা চঞ্চলের]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement