সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তারাদের দেশে ভ্রাতৃসম জুবিন। কিছুতেই মেনে নিতে পারছেন না শান। শুক্রবার বিকেলে আসমুদ্রহিমাচলে আছড়ে পড়ে গায়কের অকালপ্রয়াণের খবর। তার পর থেকেই সোশাল মিডিয়ায় শোকবার্তার ভিড়! অসমের সাংস্কৃতিক দূত হিসেবে সিঙ্গাপুরে গিয়েছিলেন নর্থ ইস্ট ফেস্টিভ্যালে পারফর্ম করার জন্য। তবে ঘরের ছেলের আর ঘরে, ফেরা হল না! বুধবার সেখান থেকেই অনুরাগীদের উদ্দেশে এক ভিডিও বার্তা পোস্ট করেছিলেন। যা জুবিনের ইনস্টাগ্রামে এখনও জ্বলজ্বল করছে। কানে দুল। গলায় স্টেটমেন্ট নেকপিস। হাতের উলকি। মুখে অসমের ঐতিহ্য-সংস্কৃতির জয়গান। জ্বলজ্যান্ত সেই মানুষটি যে আর নেই, বিশ্বাসই হচ্ছে না শানের।
শান এবং জুবিন একসঙ্গে বহু কাজ করেছেন। বন্ধুবিয়োগের খবর পেয়ে সেই স্মৃতিসমুদ্রেই ডুব দিলেন শান। জুবিন গর্গের সঙ্গে এক অতীত ছবি ভাগ করে নিয়ে গায়কের মন্তব্য, “জুবিন প্রকৃত অর্থেই একজন রাজা! নিজের শর্তে বাঁচত। আর নিজের শর্তেই আমাদের ছেড়ে চলে গেল।” বন্ধু-সহকর্মীর মৃত্যুর খবরে একটি আক্ষেপই কুরে কুরে খাচ্ছে তাঁকে। শানের সংযোজন, “আমার এত কাছের মানুষ, এত সরল-খাঁটি হৃদয়ের বন্ধুটির সঙ্গে কেন যে আমি যোগাযোগ রাখলাম না। আপসোস হচ্ছে, যখনই ওঁকে মিস করতাম, কেন ফোন করিনি ওঁকে। জুবিনের সঙ্গে আমার অনেক-অনেক মজার মুহূর্ত রয়েছে। তবে সবটাই বহু বছর আগের। মনে হয়, ওঁর সঙ্গে কোনও একদিন আবারও দেখা হবে, অন্য কোনও জগতে। চিয়ার্স ভাই!”
উল্লেখ্য, শান-জুবিনের কণ্ঠে বহু হিট গান রয়েছে। সেই তালিকায় যেমন, কাঁটে ছবির সোচা না থা কিংবা খিলাড়ি ম্যাশআপ রয়েছে, তেমনই বাংলা গান একই সাথে একই পথেও রয়েছে। এছাড়াও ‘প্রেম আগুনে’, ‘আজ বাজা তুই ঢাক’-এর মতো একাধিক গানে কণ্ঠ দিয়েছেন দুই গায়ক। জুবিনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পাপন, জিৎ গঙ্গোপাধ্যায়, ব়্যাপার বাদশা, অমল মালিক, বিশাল মিশ্র, গায়িকা জোজো-সহ সঙ্গীতদুনিয়ার আরও অনেকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.