সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক গানেই সুপারহিট।শ্রীলঙ্কা কন্যা ইয়োহানি ডি’সিলভা (Yohani Dsilva ) একবারে রাতারাতি হয়ে উঠলেন নেটদুনিয়ার সেনসেশন। Manike Mage Hithe গানটি ঝড়ের বেগে ছড়িয়ে পড়ল গোটা বিশ্বে।সাধারণ মানুষ থেকে টলিউড, বলিউডের সেলেবরা মজে গেলেন ইয়োহানির এই গানে। আর এবার সেই ভাইরাল কন্যা ইয়েহানিই আসতে চলেছেন ভারতে।
সম্প্রতি এক সাংবাদিককে সাক্ষাৎকার দিতে গিয়ে ইয়োহানি জানিয়েছেন, ‘বলিউড সিনেমার প্রচণ্ড ভক্ত আমি। আমার খুব ভাল লাগে হিন্দি সিনেমার গান। সুযোগ পেলে সে সব গানও গাই। আমার খুব ইচ্ছে বলিউডের ছবিতে গান করার।’
ইয়োহানির কথায়, আমার এ আর রহমানের সংগীত খুব ভাল লাগে। আমি ওঁর সঙ্গে একবার কাজ করতে চাই।ইয়োহানি ডি’সিলভা শীঘ্রই ভারতে আসছেন কনর্সাট করতে। আগামী ৩০ সেপ্টেম্বর গুরুগ্রাম এবং ৩ অক্টোবর হায়দরাবাদে পারফর্ম করতে চলেছেন ইয়োহানি।
এই কনসার্ট নিয়ে বলতে গিয়ে ইয়োহানি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘ভারত থেকে অনেক ভালবাসা পেয়েছি আমি। সোশ্যাল মিডিয়ায় যখন দেখেছিলাম, বলিউডের সেলেবরা আমার গান শেয়ার করছেন, তা দেখে খুব আনন্দ পেয়েছিলাম। তাই এই দুটো কনসার্ট নিয়ে খুব উচ্ছ্বসিত। আশা করি লাইভ কনসার্টে মানুষকে আনন্দ দিতে পারব।’
একেই বলে কপাল। ২০১৯ সাল থেকে ইউটিউবে (Youtube) একের পর এক গান করে যাচ্ছিলেন ‘মানিকে মাগে হিথে’ (Manike Mage Hithe ) গেয়ে ভাইরাল হওয়া শ্রীলঙ্কার গায়িকা ইয়োহানি ডি’সিলভা (Yohani De Silva)। কিন্তু দেখুন, ভাগ্য খুলল ২০২১ সালে এসে। এক গানেই হয়ে গেলেন সুপারহিট। তবে শুধুই কি আর সুপারহিট! ভাইরাল কন্যা ইয়োহানির ব্যাংক ব্যালান্স এখন হিংসে করার মতো। তাও আবার শুধুই ইউটিউব থেকে যা রোজগার করছেন ইয়োহানি, তা নাকি খুব শীঘ্রই রেকর্ড গড়বে!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.