সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জুবিন গর্গের মৃত্যু কাণ্ডে নয়া মোড়। এবার গায়কের তুতো ভাই ও অসম পুলিশের ডিএসপি সন্দীপন গর্গ গ্রেপ্তার হল এই ঘটনায়। গায়কের এই রহস্যজনক মৃত্যুতে ওই ব্যক্তির যোগ রয়েছে বলেই ধারণা করা হচ্ছে। জুবিনের মৃত্যুতে বুধবার সকালে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে অসম পুলিশ। এই নিয়ে গায়কের মৃত্যুতে মোট ৫ সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হল।
ভূমিপুত্রের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারেননি অসমের মানুষ। এমনকী জুবিনের চলে যাওয়া মন ভেঙে দিয়েছে অসংখ্য অনুরাগীর। গায়কের রহস্যজনক মৃত্যুর কিনারা করতে তৎপর অসম সরকার। এর আগে সিঙ্গাপুরে আয়োজিত নর্থ-ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মোহন্ত-সহ জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও ব্যান্ডের দু’জন সদস্যকে এর আগেই গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার অসম পুলিশের সন্দেহের তালিকায় জুবিনের তুতো ভাই তথা অসম পুলিশের ডিএসপি সন্দীপন গর্গ।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, সন্দীপন গর্গকে গ্রেপ্তার করা হয়েছে। যথাযথ পদক্ষেপ করা হচ্ছে। তবে গ্রেপ্তার করার আগেও বেশ কয়েকবার সন্দীপন গর্গকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জানা যাচ্ছে, জুবিনের মৃত্যুর সময় তাঁর সঙ্গেই ছিলেন সন্দীপন। উল্লেখ্য, ২০ সেপ্টেম্বর প্রয়াত হন স্বনামধন্য সঙ্গীতশিল্পী জুবিন গর্গ। সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন গায়ক। সেখানেই অ্যাডভেঞ্চারের নেশায় বুঁদ হয়ে স্কুবা ডাইভিং করতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন জুবিন। সেখান থেকে তাঁকে উদ্ধার করে সিঙ্গাপুর পুলিশের তরফে হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ সঙ্গীত মহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.