Advertisement
Advertisement
Sitaare Zameen Par

৪ দিনে ১০০ কোটির ক্লাবে ‘সিতারে জমিন পর’! বিতর্ক উড়িয়ে বক্স অফিসে বাজিমাত আমিরের

কত ব্যবসা করল এই ছবি?

Sitaare Zameen Par box office collection cross 100 crore in box office
Published by: Arani Bhattacharya
  • Posted:June 24, 2025 6:33 pm
  • Updated:June 24, 2025 6:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমাহলে জার্নিটা শুরু হয়েছিল ‘লাল সিং চাড্ডা’-এর থেকেও কম ব্যবসা দিয়ে। অনুরাগীদের অনেকেরই কপালে চিন্তার ভাঁজ পড়েছিল। তবে সেসব কিছুকে এক্কেবারে নস্যাৎ করে দিয়ে নিজের ওজন বুঝিয়ে দিল আমিরের ছবি ‘সিতারে জমিন পর’। কত ব্যবসা করল এই ছবি?

২১ জুন মুক্তি পেয়েছিল আমিরের ‘সিতারে জমিন পর’। শুরুটা তেমন না হলেও পরে রীতিমতো চালিয়ে খেলেছে এই ছবি তা বলাই বাহুল্য। ৮০ কোটি টাকার বাজেটের এই ছবির মাত্র চার দিনেই বক্সঅফিস কালেকশন পেরিয়েছে ১০০ কোটি। এইমুহূর্তে আমিরের ছবির মোট আয় ১১০ কোটি টাকা। বাণিজ্যিকভাবে এগিয়ে থাকার পাশাপাশি এই ছবি দর্শকমহলেও যথেষ্ট প্রশংসা পেয়ছে। জাভেদ আখতার তাঁর এক্স হ্যান্ডেলে এই ছবি নিয়ে পোস্ট করে লিখেছেন, ‘দ্বিতীয় দিনে ‘সিতারে জমিন পর’ ছবির সাফল্যে আমি খুবই খুশি। কে বলে ভালো ছবির গ্রহণযোগ্যতা কমেছে? আমির খান ও তাঁর টিমকে অনেক অভিনন্দন।’

২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত আমিরের ছবি ‘তারে জমিন পর’-এর সিক্যুয়েল এই স্পোর্টস ড্রামা। ছবিতে আমিরকে দেখা যাবে একজন বাস্কেটবল কোচ হিসাবে। ছবিতে আমিরের পাশাপাশি দেখা যাবে জেনেলিয়া ডিসুজাকেও। এছাড়াও এই ছবিতে অভিষেক ঘটেছে দশজন বিশেষভাবে সক্ষম অভিনেতা ও অভিনেত্রীর।  ‘সিতারে জমিন পর’ কোনওভাবেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত আগেই গ্রহণ করেছিলেন আমির। যা নিয়ে দর্শকের মনে খানিক অসন্তোষ দেখা দিলেও অনেকেই পরে আমিরের এই সিধান্তকে সাধুবাদ জানিয়েছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement